বিখ্যাত পরিচালক অনুরাগ বসুর হাত ধরে এই রোমান্টিক ছবির শ্যুটিং দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রীলীলা। দু’জনকেই একঝলক দেখার জন্য সকাল থেকেই মানুষজন ভিড় জমিয়েছেন শ্যুটিং স্পটে।
আরও পড়ুন: হাতে আর একদিন, তারপরেই ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি! ভাসবে কোন কোন জেলা?
advertisement
কেউ চাইলেন সেলফি, কেউবা কাছ থেকে দেখতে চান প্রিয় তারকাকে। শ্যুটিং দেখতে আসা স্থানীয়দের কথায়, “বলিউডের সিনেমা তো পর্দায় অনেক দেখেছি, কিন্তু এত কাছ থেকে শ্যুটিং দেখব, তা ভাবিনি। কার্তিক আরিয়ানকে নিজের চোখে দেখলাম, এটা স্বপ্নের মতো লাগছে!” ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে গরম, জেলা জুড়ে সকালে হবে প্রাথমিক বিদ্যালয়, কবে থেকে জানেন?
তবে উত্তেজনা সামলানো দায়! বাংলা সিনেমার শ্যুটিং ডুয়ার্সে আগে হয়েছে, কিন্তু বলিউডের এত বড় প্রোজেক্ট এখানে শ্যুট হচ্ছে, তা স্থানীয় বাসিন্দাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। পর্যটন ব্যবসায়ীরাও আশায় বুক বাঁধছেন। ডুয়ার্সের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যদি বলিউডের আরও পরিচালকদের নজরে আসে, তাহলে পর্যটনশিল্প আরও সমৃদ্ধ হবে বলেই মতো তাঁদের একাংশের। আপাতত, ‘আশিকি ৩’-র জ্বরে কাঁপছে গোটা এলাকা!
সুরজিৎ দে