অনস্ক্রিনে এর আগে কোনওদিন নাচ করেননি বিজয়। কিন্তু করিনা কাপুরের চাপে পড়ে শেষ পর্যন্ত নাচও করে ফেলেছেন বিজয় বর্মা। নিজেই ইনস্টাগ্রামে করিনার গুণমুগ্ধ বিজয় ছবি শেয়ার করে লিখেছেন, ‘জানে জানের আগে আমি অন-স্ক্রিন কোনওদিন নাচ করিনি। আমি খুব লজ্জা পাই। এখনও পাই। স্ক্রিপ্টেও এমন কিছু ছিল না। তাহলে একটু তৈরি হতাম সেভাবে। সুজয় ঘোষও কিছু বলেননি। সেটে যাওয়ার পর জেনেছি এবং প্রতিবাদ করেছি। কিন্তু করিনা কাপুর খান যখন আপনাকে নাচ করতে বলেন, আপনাকে করতেই হয়, এটাই নিয়ম’।
advertisement
আরও পড়ুন: ফ্লপ ছবির নায়িকা, ওজন নিয়ে হতাশ! আর্থিক চাপে অবসাদে ডুবেছিলেন পরিণীতি, কেঁদেছিলেন হাউ হাউ করে
ছবির শ্যুটিংয়ে করিনা কাপুর ও বিজয় বর্মার এই মিষ্টি কেমিস্ট্রির কথা দর্শকের মন ছুঁয়ে ফেলেছে। তাঁদের ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে একজন সিঙ্গল মাদারের ভূমিকায় দেখা গিয়েছে করিনাকে।
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
বিজয়ের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার কথা ছিল করিনার। তবে, যখন এই দৃশ্যের শ্যুটিং শুরু হয়, তখন করিনার সিক্যুয়েন্স ছিল বিজয়কে দেখে একটি গানের কলি গাওয়ার। সেই দৃশ্যে অভিনয় করার সময় নাকি এতটাই টেনশনে পরে গিয়েছিলেন বিজয়, যে রীতিমতো ঘেমে গিয়েছিলেন। বিজয় বলছেন, ‘করিনা জানেন যে উনি কতটা আকর্ষণীয় আর সেটাকে ভীষণভাবে অভিনয়ে ব্যবহার করতে জানেন।’