অনুষ্ঠানের প্রথম দিন আলো করলেন আমন্ত্রিত অতিথিরা। মহাসমারোহে সামিল হয়েছেন তারকা দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুরও। সঙ্গে প্রচারের আলো কেড়েছেন এই দম্পতির দুই পুত্র তৈমুর এবং জেহ-ও। অনুষ্ঠানস্থলের একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সইফ, করিনা এবং তৈমুর ক্যামেরাবন্দি হয়েছেন। বলাই বাহুল্য যে, দুর্দান্ত দেখাচ্ছে তাঁদের। রীতিমতো ফ্যাশন গোল সেট করেছেন ওই তারকা দম্পতি। ফলে সইফ-করিনার এই পিকচার পারফেক্ট মুহূর্ত ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
advertisement
রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসবের প্রথম দিনের জন্য করিনা বেছে নিয়েছিলেন একটি দুর্দান্ত এম্বেলিশড মভ রঙা শাড়ি। আর সেই শাড়ির সঙ্গে তাল মিলিয়ে পরেছিলেন একই শেডের একটি স্লিভলেট কর্সেট স্টাইল এম্বেলিশড ব্লাউজ। ওই শাড়ির সূক্ষ্ম কাজ চোখে পড়ার মতো। আসলে করিনার শাড়িটি ছিমছাম হলেও বেশ নজরকাড়া।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু! বডিকন ড্রেসে কিয়ারা, বাকিরা কেমন সাজলেন
আরও পড়ুন: ধুমধাম করে শুরু অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসব! মাতিয়ে রাখল শিবানীর পারফরম্যান্স
এই শাড়ির সঙ্গে করিনা বেছে নিয়েছিলেন একটি জমকালো হিরের চোকার এবং বড় মাপের স্টেটমেন্ট ইয়াররিং। আর মেকআপও ছিল ছিমছাম। সুন্দর করে এঁকে নেওয়া সূক্ষ্ম আইলাইনারে অভিনেত্রীর চোখ দুটি হয়ে উঠেছিল মায়াবী। আর তাঁর ন্যুড লিপশেড যেন শাড়ির রঙের পরিপূরক হয়ে উঠেছিল। চুল খোলাই রেখেছিলেন নায়িকা। সব মিলিয়ে অনুষ্ঠানের পারদ চড়িয়েছেন পতৌদির বেগম।
অন্য দিকে, সইফ আলি খান অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন একটি স্ট্রাইপড ব্ল্যাক স্যুট এবং ম্যাচিং ট্রাউজার। তাঁর এই ব্ল্যাক লুকে রঙের ছোঁয়া এনেছে তাঁর পার্পল রঙা শার্ট এবং গোলাপি রঙা পকেট স্কোয়্যারটি। কালো ফুটওয়্যার গলিয়ে স্বভাবসিদ্ধ স্টাইলিশ ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন পতৌদির নবাব। আর উপরি পাওনা হিসেবে থাকল দম্পতির বড় পুত্র তৈমুর। কালো রঙের টাক্সিডো সেট পরে মিষ্টি দেখাচ্ছিল খুদেকে। বড় হয়ে যে সে ফ্যাশন গোল সেট করবে, সেটা এখন থেকেই স্পষ্ট।
প্রথম দিনের নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা। সঙ্গে ছিল সির্ক ডি সোলেই-এর পারফরম্যান্স, বনতারা শো আর ম্যাজিক্যাল ড্রোন শো-ও। আর দুর্দান্ত ডিনার এবং আফটার পার্টি দিয়ে সমাপ্ত হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান।