আরও পড়ুন:একই মঞ্চে অনন্ত এবং জাস্টিন! নাচ-গান-আড্ডায় জমে গেল সঙ্গীত, রইল ভিডিও
শ্লোকার পিচ রঙের লহেঙ্গার সঙ্গে যোগ্য সঙ্গ দিচ্ছিল রত্নখচিত এক-কাঁধের নেকলাইন সহ একটা ক্রপ করা ব্যাকলেস ব্লাউজ৷ তাতে সিকুইন এমব্রয়ডারি ও প্রজাপতি-সজ্জিত ট্যাসেল সমগ্র আউটফিটকে অসাধারণ স্টাইলিস্ট ও রাজকীয় করে তুলেছিল৷
আরও পড়ুন: অনন্ত-রাধিকার সঙ্গীতের আনন্দে মিশে গেল সদ্য বিশ্বকাপ জয়ের উল্লাস! কী বললেন নীতা আম্বানি
advertisement
করিনা কাপুর খানও আম্বানির জ্যেষ্ঠ পূত্রবধুর এই পোশাকের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সমাজমাধ্যমের হ্যান্ডেলে গিয়ে লিখেছেন, “বোলে চুড়িয়া’। তোমাকে খুব সুন্দর লাগছে।” এর সঙ্গে লাল ও রামধনু রঙের হার্ট ইমোজিও ছিল৷ করিনা দেশে নেই৷ স্বামী সইফ আলি খান এবং তাদের ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরের সঙ্গে বিদেশ ভ্রমণে গেছেন৷ তাই অম্বানি পরিবারের সঙ্গীত অনুষ্ঠানে করিনা কাপুর ও সইফ আলি খান উপস্থিত থাকতে পারেননি। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিল পপস্টার জাস্টিন বিবারের অনুষ্ঠান। সেখানে তিনি ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’, ‘লাভ ইউরসেলফ’, ‘বয়ফ্রেন্ড’, ‘সরি’, ‘হোয়্যার আর ইউ’ এক মতো তাঁর বিশ্বব্য্যপী জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন৷ ১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকার বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন৷ কিন্তু মার্চ মাস থেকেই তাঁদের প্রাক-বিবাহের উৎসব সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে৷
NMACC তে এই শুক্রবারের জন্য আম্বানি পরিবারের ছোট ছেলে ও পূত্রবধুর জন্য এই নজরকাড়া সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷