নিজের ট্যুইটার হ্যান্ডেলে কে জো লিখেছেন, ‘আমাদের চারপাশের সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা সকলে ১৪ দিনের আইসোলেশনে থাকব ৷ ’
এর পরেই করণের বাড়ি জুড়ে শুরু হয় স্যানিটাইজ প্রক্রিয়া ৷ করণ জোহরের বাড়িতে করোনার থাবার খবর আসতেই চটজলদি চলে এল স্যানিটাইজ মেশিন ৷ গোটা বাড়িতে স্যানিটাইজার স্প্রে করে বিপদ মুক্ত হওয়ার প্রচেষ্টায় করণের বাড়ির লোকজন ৷
advertisement
এ ঘটনার পর থেকেই করণ রয়েছেন দুশ্চিন্তায় ৷ ঘরে তাঁর রয়েছে ছোট্ট দুই সন্তান ও বয়ষ্ক মা ৷ তাঁদের বাড়ির দুই কর্মচারীর শরীরে করোনা ভাইরাল পাওয়া যাওয়ার পর করণ নিজেই জানিয়েছেন, দুই সন্তান ও মাকে নিয়ে আইশোলেশনে রয়েছেন তিনি ৷ তবে আপাতত তিনি ও তাঁর দুই সন্তান ও মা সুস্থই আছেন তাও জানিয়েছেন ট্যুইটে ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে করণের বাড়ির এক ভিডিও, যেখানে দেখা গিয়েছে স্যানিটাইজ মেশিনের সামনে দাঁড়িয়ে সারা শরীরে স্যানিটাইজ করছেন করণের মা ৷
দেখুন সেই ভিডিও----