TRENDING:

বিপাশাকে বিয়ের পর বাঙালি ভোজন দেখে চোখ কপালে করণের! প্রথম তিনবার পাঁঠা খাননি কেন

Last Updated:

করণ একেবারে ঠোঁটস্থ করে ফেলেছেন বাংলা। বাঙালি স্ত্রীর থেকেও ভাল ভাবে। 'জিসম' ছবি থেকে বিপাশার একটি সংলাপ অনুবাদ করতে দেওয়া হয় বাংলা ও পাঞ্জাবি। বিপাশা ফেল করে গেলেও দুই ভাষাতেই অনুবাদ করে বাজিমাত করেন অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৫ সালে 'অ্যালোন'-এ মিলন দুই তারকার। ২০১৬-তে সাতপাক ঘুরে দম্পতি হলেন তাঁরা। তার পর কেটে গেল ৭টি বছর। চলতি বছরই জন্ম দিলেন কন্যাসন্তান দেবীর। তাঁরা বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বাঙালি এবং পঞ্জাবি মিশেল যে অপূর্ব পরিণতি পেয়েছে, তা তো তাঁদের দেখে স্পষ্ট। কিন্তু জানেন কি বিপাশাকে বিয়ের জন্য তাঁর বাবা-মায়ের মন জয় করতে করণ বাংলা ভাষা শিখেছিলেন!
advertisement

বেশ কয়েক বছর আগে ক্রুষ্ণা অভিষেকের একটি শো-তে এসে তারকা দম্পতি তাঁদের ভাষা-মিলনের গল্প বলেছিলেন। দেখা গেল, করণ একেবারে ঠোঁটস্থ করে ফেলেছেন বাংলা। বাঙালি স্ত্রী বিপাশার থেকেও ভাল ভাবে। 'জিসম' ছবি থেকে বিপাশার একটি সংলাপ অনুবাদ করতে দেওয়া হয় বাংলা এবং পাঞ্জাবি। বিপাশা ফেল করে গেলেও দুই ভাষাতেই অনুবাদ করে বাজিমাত করেন পাঞ্জাবি অভিনেতা।

advertisement

সেই শো-তেই জানা যায়, বাঙালিকে বিয়ে করে তাঁদের খাওয়াদাওয়া দেখে চোখ কপালে উঠেছিল করণের। তাঁর কথায়, ''আমি জানতাম পাঞ্জাবিরা প্রচুর খেতে পারে। কিন্তু বাঙালিকে বিয়ে করে বুঝলাম, আমরা কিছুই খাই না। বাঙালি খাওয়ার মেনুতে কোর্স থাকে। প্রথমে ডাল খেতে হবে, তার পর ভাজা, তার পর চিংড়ি বা কিছুর তরকারি, তার পরে আরও একটা পদ। শেষে পাঁঠার মাংস পাওয়া যাবে। প্রথম দু'তিনবার তো আমি পাঁঠা পর্যন্ত পৌঁছতেই পারিনি।''

advertisement

আরও পড়ুন: কাপড়ের ট্রাঙ্ক থেকে বেরল মহিলার পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

আরও পড়ুন: আলিপুরদুয়ারের কোদালবস্তির সিসি লাইন খুলে গেল পর্যটকদের জন্য

করণের এই বর্ণনায় হাসির রোল ওঠে রিয়্যালিটি শো-এর মঞ্চে। বিপাশার কথায় জানা যায়, পাঁঠার মাংস খেতে খুব ভালবাসেন করণ। কিন্তু মেনুর তালিকা শেষ করতে না পেরে পাঁঠার জন্য পেটে আর জায়গা থাকত না তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাই বাপের বাড়ি থেকে পাঁঠার মাংস প্যাক করে নিয়ে যেতেন বিপাশা, যাতে পরে তাঁর স্বামী রসিয়ে সেই পদ দিয়ে পেটপুজো করতে পারেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিপাশাকে বিয়ের পর বাঙালি ভোজন দেখে চোখ কপালে করণের! প্রথম তিনবার পাঁঠা খাননি কেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল