TRENDING:

ফের আসছে কফি উইথ করণ ! প্রথম অতিথি জানেন কে ?

Last Updated:

এক টিজারেই মোটামুটি সাফ্যলের মুখ দেখে ফেলেছেন করণ জোহর ৷ তার ওপর অরিজিৎ সিংয়ে গাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশিকল’-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এক টিজারেই মোটামুটি সাফ্যলের মুখ দেখে ফেলেছেন করণ জোহর ৷ তার ওপর অরিজিৎ সিংয়ে গাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশিকল’-এর টাইটেল ট্র্যাক তো এখন সবার মুখে, মুখে ৷ এ অবস্থায় ছবিটি রিলিজের প্রায় দু’মাস আগেই খবরের শিরোনামে ! তাই কৌতুহলকে আরও একটু উসকে দিতে, করণ জোহর কষে ফেললেন নতুন প্ল্যান ৷ ছবির প্রোমোশনকে আরও একটু স্টাইলিশ করে তুলতে, করণ জোহর ফের টিভির পর্দায় আনতে চলেছেন কফি উইথ করণ ! আর খবর অনুযায়ী, প্রথম এপিসোডেই করণের অতিথি ফাওয়াদ খান !
advertisement

করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খানকে ৷ তবে প্রথমে টিভি ধারাবাহিক ও পরে বলিউডে পা দিয়ে ফাওয়াদ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন বলিউডে ৷

সোনম কাপুরের বিপরীতে ‘খুবসুরত’ ছবি দিয়েই বলিউডে পা দেন ফাওয়াদ খান ৷ তারপর ‘কাপুর অ্যান্ড সন’ ছবিতে অভিনয় করে আলাদা নজর কাড়েন ফাওয়াদ ৷ পাকিস্তান থেকে আসা এই অভিনেতা, এখন বলিউডের হার্টথ্রব ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ছবি: করণ জোহরের ইনস্টাগ্রাম 

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের আসছে কফি উইথ করণ ! প্রথম অতিথি জানেন কে ?