এক সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে টোটা রায়চৌধুরী অভিনীত চরিত্রটির প্রসঙ্গে উত্থাপন করেন করণ। জানান, “সবথেকে বেশি ভালবাসা পেয়েছে এই চরিত্রটি। আর আমার ছোটবেলার অভিজ্ঞতা থেকে ‘ধার’ করেই এই চরিত্রটিকে তিলে তিলে তৈরি করেছি আমি।” শৈশবের রঙিন দিনগুলির কথা মনে করে পরিচালক বলে চলেন, “ছেলেবেলায় জনপ্রিয় বলিউডের গানে নাচতে ভালবাসতাম আমি। আর সেই সময় আমি প্রচণ্ড রকম নারীসুলভ ছিলাম। ফলে আমি নিজের ঘরে ওই সব হিন্দি গানের সঙ্গে নাচতাম। আমার বাবা সেই নাচ দেখতেন এবং হাততালি দিয়ে উৎসাহও দিতেন। এমনকী প্রতিবার তাঁর বন্ধুরা এলেও বাবা আমায় বলতেন করণ ওই নাচটা করে দেখাও তো!”
advertisement
আরও পড়ুন– হিংস্র বাঘের ঠান্ডা চাউনিতে এক গা-শিরশিরে অনুভূতি; প্রকাশ পেল ‘পিলকুঞ্জ’-এর প্রথম পোস্টার
করণ আরও বলেন যে, “কিন্তু এতে কোনও ভুল আছে সেটা তো আমায় কেউ কখনওই বলেননি। তাই আমিও এটাকে স্বাভাবিক মেনেই বেড়ে উঠেছি। কিন্তু পরে কলেজে গিয়ে আমি দেখেছি যে এই নাচ দেখে লোকে তাকাচ্ছে আর হাসছে। এর জন্য নানা ভাবে সম্বোধনও করা হত। এমন এমন শব্দ ব্যবহার করা হত, যা এখনও আমার মনে রয়ে গিয়েছে। আমার আচরণ হাস্যকর, এই অনুভূতি নিয়েই আমি বড় হয়েছি। এই কারণেই বললাম যে, টোটার চরিত্রটি আমার ছোটবেলা থেকে ‘ধার করা’। আবার টোটার চরিত্রটিকে পর্দায় বলতে শোনা যায় যে, ‘প্রতিভার কোনও লিঙ্গ হয় না’। আমিও এটাই বিশ্বাস করি।”
আরও পড়ুন- পাওয়া যাচ্ছিল না ডিস্ট্রিবিউটর! শেষ পর্যন্ত অনুপম খেরের এই ছবিই জিতেছিল জাতীয় পুরস্কার
প্রসঙ্গত, টোটা রায়চৌধুরীর কত্থক নাচের দৃশ্যের ছোট ছোট ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে ছবির ‘রকি’ অর্থাৎ রণবীর সিংকেও। এই দৃশ্য প্রসঙ্গে নেটিজেনদের বক্তব্য, ‘পুরুষতন্ত্র নিপাত যাক’।