একটি ট্যুইটে তিনি জানান, ‘৫ বছরে ধরে ইনকাম ট্যাক্সে ১৫ কোটি টাকা দিচ্ছি ৷ তা সত্ত্বেও ৫ লক্ষ টাকা ঘুষ দাবি BMC-র ৷ আমার অফিস তৈরির জন্য ঘুষ দাবি করা হয়েছে ৷ আরেকটি ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করে তিনি বলেন,‘এটাই আপনার আচ্ছে দিন ?’
কুপিল শর্মার ট্যুইটে উত্তরে পাল্টা ট্যুইট করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ ‘আপনি এ বিষয়ে সমস্ত তথ্য দিন ৷ আমি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর ৷
advertisement
এর কয়েকদিন আগে বিশাল দদলানি করা এক ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠে ৷ বিশাল ট্যুইট করে সমালোচনা করে বসেন জৈন দীগম্বর সন্ন্যাসী শ্রী তরুণ সাগরের ৷ হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷
বিশাল ট্যুইট করে লেখেন, ‘এই আচ্ছে দিনের জন্য আপনারা ভোট করেছেন? এটা তো আচ্ছে নয়, নো কাচ্ছে দিন !’
জৈন সন্ন্যাসী তরুণ সাগর দীগম্বর সন্ন্যাসী ৷ যিনি বস্ত্র ত্যাগ করেছেন ৷ সেই অবস্থাতেই তিনি বিধানসভায় বক্তব্য পেশ করায়, বিশালের এরকম মন্তব্য ৷ তবে বিশালের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালসহ দেশের অন্যান্য নেতারা ৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন বিশাল ৷