TRENDING:

প্রধানমন্ত্রীর ‘আচ্ছে দিন’ -কে কটাক্ষ করে ট্যুইট কপিল শর্মার

Last Updated:

সম্প্রতি কপিল শর্মার করা একটি ট্যুইট নিয়ে নড়েচড়ে বসল BMC ৷ ট্যুইটে মোদি সরকারের ‘আচ্ছে দিন’ নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মোদি সরকারের বিরুদ্ধে কথা বলে এর আগে বহুবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের সেলিব্রিটিরা ৷ আর এবার এমনটি করে বসলেন কমেডিয়ান কপিল শর্মা ৷  সম্প্রতি কপিল শর্মার করা একটি ট্যুইট নিয়ে নড়েচড়ে বসল BMC ৷ ট্যুইটে মোদি সরকারের ‘আচ্ছে দিন’ নিয়ে প্রশ্ন তোলায় বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ৷ মোদি সরকারকের কাজ নিয়ে যে তিনি বেশ অসন্তুষ্ট তা পরিষ্কার করে দিলেন তাঁর ট্যুইটে ৷ BMC-তে হওয়া দুর্নীতি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায় এই কৌতুক অভিনেতা ৷
advertisement

একটি ট্যুইটে তিনি জানান, ‘৫ বছরে ধরে ইনকাম ট্যাক্সে ১৫ কোটি টাকা দিচ্ছি ৷ তা সত্ত্বেও ৫ লক্ষ টাকা ঘুষ দাবি BMC-র ৷ আমার অফিস তৈরির জন্য ঘুষ দাবি করা হয়েছে ৷  আরেকটি ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রশ্ন করে তিনি বলেন,‘এটাই আপনার আচ্ছে দিন ?’

কুপিল শর্মার ট্যুইটে উত্তরে পাল্টা ট্যুইট করেন  মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ৷ ‘আপনি এ বিষয়ে সমস্ত তথ্য দিন ৷ আমি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেব’, আশ্বাস মুখ্যমন্ত্রীর ৷

advertisement

এর কয়েকদিন আগে বিশাল দদলানি  করা এক ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠে ৷ বিশাল ট্যুইট করে সমালোচনা করে বসেন জৈন দীগম্বর সন্ন্যাসী শ্রী তরুণ সাগরের ৷ হরিয়ানার শিক্ষা মন্ত্রী আমন্ত্রণেই, হরিয়ানার বিধানসভায় গিয়েছিলেন শ্রী তরুণ সাগর ৷ সেখানে তিনি দেশের সাম্প্রতিক ঘটনা, নারীর সুরক্ষা, শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছিলেন ৷ বিধানসভায় শ্রী তরুণ সাগরের বক্তব্য দেখেই বিশাল দদলানি  বাঁকা মন্তব্য করে বসেন ট্যুইটারে ৷

advertisement

বিশাল ট্যুইট করে লেখেন, ‘এই আচ্ছে দিনের জন্য আপনারা ভোট করেছেন? এটা তো আচ্ছে নয়, নো কাচ্ছে দিন !’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জৈন সন্ন্যাসী তরুণ সাগর দীগম্বর সন্ন্যাসী ৷ যিনি বস্ত্র ত্যাগ করেছেন ৷ সেই অবস্থাতেই তিনি বিধানসভায় বক্তব্য পেশ করায়, বিশালের এরকম মন্তব্য ৷ তবে বিশালের এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়ালসহ দেশের অন্যান্য নেতারা ৷ পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন বিশাল ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রধানমন্ত্রীর ‘আচ্ছে দিন’ -কে কটাক্ষ করে ট্যুইট কপিল শর্মার