জানা যাচ্ছে এই শো নাকি খুব সাহসী হতে চলেছে। অর্থাৎ নির্ভীকরাই এই শোয়ে অংশ নেবেন। আর তাই শোয়ের সঞ্চালক হিসেবে ভাবা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। কারণ তিনি খুবই স্পষ্টবাদী। নিজের মতামত পোষণ করতে ভয় পান না। নির্মাতারা এমনই মনে করেন। বিগবসের ফরম্যাটেই তৈরি হবে এই শো। এটি একটি রিয়্যালিটি শো যেখানে প্রতিযোগীরা ৮-১০ সপ্তাহ থাকবেন। তাঁরা যেখানে থাকবেন তার চারদিকে ক্যামেরা থাকবে।
advertisement
প্রতিযোগীরা একটি জেলের মধ্যে থাকবেন। তবে এই শো নাকি বিগবসের চেয়েও বেশ কঠিন। নাম না করে সলমন খানের বিগবসের সঙ্গে তুলনা করেই কঙ্গনা বলেন, "এটা আপনার কোনও বড় ভাইয়ের ঘর নয়। এটা আমার জেল। প্রত্যেক প্রতিযোগী সম্পর্কে আমার কাছে একটি ফাইল থাকবে এবং সেখানে তাঁদের সমস্ত সত্য লেখা থাকবে।" কঙ্গনা (Kangana Ranaut) এই শো সঞ্চালনা করবেন। তবে আর এক জন সেলেব্রিটি জেলরও থাকবেন।
বিভিন্ন টাস্ক দেওয়া হবে প্রতিযোগীদের। অলট বালাজি ও এমএক্স প্লেয়ারে ২৪ ঘণ্টা এই শো স্ট্রিম করবে। সপ্তাহের সাত দিনই এই লাইভ স্ট্রিমিং হবে। কঙ্গনা এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। তিনি বলছেন, "বহুদিন ধরে আমি ওটিটিতে কিছু করতে চাইছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি, আমি কী করব। একতা ফোন করে আমায় যখন শো সম্পর্কে বলল আমার ভালো লেগেছিল।"
কঙ্গনা (Kangana Ranaut) বলছেন, "বেশির ভাগ ছবিতেই আমি লার্জার দ্যান লাইফ চরিত্রে অভিনয় করেছি। আমি কখনও দর্শকদের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। টুইটার ছিল। কিন্তু সেটাও নিষিদ্ধ হয়ে গিয়েছে। তাই আশা করছি এই শো আমায় দর্শকদের সঙ্গে কথা বলার অনুমতি দেবে।" অভিনেত্রী নিজের আসল ব্যক্তিত্ব এই শোয়ে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন।
একতা কাপুর বলছেন, "আমরা এই শোয়ে কাজ করা শুরু করি ৬ মাস আগে। ভারতে অনেক প্রতিভা আছে। বেশির ভাগ রিয়্যালিটি শোয়ের ফরম্যাটই বিদেশের রিয়্যালিটি শো থেকে এসেছে। আমাদের এখানকার কিছুই নেই।"
প্রসঙ্গত, কঙ্গনাকে (Kangana Ranaut) শেষ দেখা গিয়েছে জয় ললিতার বায়োপিক থালাইভি ছবিতে। এর পরে তাঁকে দেখা যাবে রজনীশ ঘাইয়ের পরিচালিত ধকাড় ছবিতে। এছাড়াও টিকু ওয়েডস শেরু নামে একটি ছবি প্রযোজনা করছেন কঙ্গনা। ছবিতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।