TRENDING:

অবশেষে কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি ফাঁস করলেন তাঁর উপরে অ্যাসিড হামলাকারী নাম

Last Updated:

ঘরে ঘরে গা ছমছমে ঘটনায় হামহিম হওয়ার যোগাড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীপিকা পাড়ুকোন বর্তমানে তাঁর ছবি ছপক নিয়ে খবরের শিরোনামে রয়েছেন ৷ এই ছবি নিয়ে বেশ কিছু বিতর্ক চলছেই ৷ লক্ষ্মী আগওয়ালের উপরে অ্যাসিড হামলার ঘটনা নিয়েই দীপিকার এখনকার ছবি ছপক ৷ ঘরে বাইরে এই ছবি নিয়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে ৷ এইই মাঝে একটি বিতর্ককে উস্কে দিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চন্দেলও বেশ কয়েক বছর আগে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ৷ রঙ্গোলি চান্দেল ট্যুইটারে এক ফলোয়ারকে জানিয়েছেন তিনি ফাঁস করেছেন তাঁর উপরে অ্যাসিড আক্রমণ করেছিলেন যিনি তাঁর নাম অবিনাশ শর্মা ৷ সেই সময়ে তিনি কলেজ পড়ুয়া ছিলেন ৷
advertisement

একজন তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ৷ তবে সেই ব্যক্তির উদ্দেশ্যে রঙ্গোলির মনে কোনও অনুভূতি ছিলনা বলেই সেই ব্যক্তিকে এড়িয়ে যেতেন ৷ অবিনাশ সবাইকে বলতেন যে রঙ্গোলিকে তিনি বিয়ে করছেন ৷ রঙ্গোলি আরও জানিয়েছেন চারজন মেয়ে মিলে একটি পিজিতে (পেয়িং গেস্ট) থাকতে একদিন অবিনাশ সেখানে গিয়ে রঙ্গোলির ব্যাপারে তখনই রঙ্গোলির বন্ধু বিজয়া রঙ্গোলিকে জানিয়েছিল একজন লোক তাঁর ব্যাপারে জিজ্ঞাসা করছে ৷ দরজা খুলতেই দেখেছিলেন একটি পাত্রে জলীয় পদার্থ নিয়ে দাঁড়িয়ে আছে সে ৷ এক সেকেন্ডেই ছপক (এই ছপক দীপিকা পাড়ুকোনের ছবি ছপক নয়, মুখে অ্যাসিড ছোঁয়ার আওয়াজ, যন্ত্রণা, নৃশংশতারই অন্য নাম ছপক) ৷

advertisement

বোন রঙ্গোলির সঙ্গে কঙ্গনা রানাওয়াত ৷ ছবি সংগৃহীত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

কয়েক বছর আগে অ্যাসিড আক্রমণের মত নৃশংস ঘটনার সম্মুখীন হয়েছিলেন রঙ্গোলি ৷ এরপরেই অ্যাসিডের ক্রিয়া ক্ষত বিক্ষত হয়েগিয়েছল তাঁর মুখ ৷ ঝলসে গিয়েছিল তাঁর চেহারা ৷ ছপক ছবির সঙ্গে সঙ্গেই পুরনো সমস্ত ব্যাথা যন্ত্রণা যের ফের অনুভব করতে পারছেন রঙ্গোলি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অবশেষে কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি ফাঁস করলেন তাঁর উপরে অ্যাসিড হামলাকারী নাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল