একজন তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ৷ তবে সেই ব্যক্তির উদ্দেশ্যে রঙ্গোলির মনে কোনও অনুভূতি ছিলনা বলেই সেই ব্যক্তিকে এড়িয়ে যেতেন ৷ অবিনাশ সবাইকে বলতেন যে রঙ্গোলিকে তিনি বিয়ে করছেন ৷ রঙ্গোলি আরও জানিয়েছেন চারজন মেয়ে মিলে একটি পিজিতে (পেয়িং গেস্ট) থাকতে একদিন অবিনাশ সেখানে গিয়ে রঙ্গোলির ব্যাপারে তখনই রঙ্গোলির বন্ধু বিজয়া রঙ্গোলিকে জানিয়েছিল একজন লোক তাঁর ব্যাপারে জিজ্ঞাসা করছে ৷ দরজা খুলতেই দেখেছিলেন একটি পাত্রে জলীয় পদার্থ নিয়ে দাঁড়িয়ে আছে সে ৷ এক সেকেন্ডেই ছপক (এই ছপক দীপিকা পাড়ুকোনের ছবি ছপক নয়, মুখে অ্যাসিড ছোঁয়ার আওয়াজ, যন্ত্রণা, নৃশংশতারই অন্য নাম ছপক) ৷
advertisement
কয়েক বছর আগে অ্যাসিড আক্রমণের মত নৃশংস ঘটনার সম্মুখীন হয়েছিলেন রঙ্গোলি ৷ এরপরেই অ্যাসিডের ক্রিয়া ক্ষত বিক্ষত হয়েগিয়েছল তাঁর মুখ ৷ ঝলসে গিয়েছিল তাঁর চেহারা ৷ ছপক ছবির সঙ্গে সঙ্গেই পুরনো সমস্ত ব্যাথা যন্ত্রণা যের ফের অনুভব করতে পারছেন রঙ্গোলি ৷