TRENDING:

Jaya-Kangana: 'জঘন্য মহিলা একটা!', জয়া বচ্চনকে চরম গালাগালি, রেগে আগুন হয়ে যা বললেন কঙ্গনা..., ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Last Updated:

Jaya-Kangana: নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে জয়ার সঙ্গে সেলফি তোলার সময় এক ব্যক্তিকে ধাক্কা দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা রানাউত। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরপরই, বিজেপি সাংসদ কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জয়া বচ্চনের তীব্র সমালোচনা করেছেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চনকে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে জয়ার সঙ্গে সেলফি তোলার সময় এক ব্যক্তিকে ধাক্কা দেওয়ার জন্য তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা রানাউত। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরপরই, বিজেপি সাংসদ কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জয়া বচ্চনের তীব্র সমালোচনা করেছেন ।
News18
News18
advertisement

কঙ্গনা জয়াকে তুলোধনা করে লিখেছেন- ‘জঘন্য মহিলা’ বলে অভিহিত করেছেন এবং তার কাজকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।সবচেয়ে লুণ্ঠিত এবং সুবিধাভোগী মহিলা। মানুষ তার রাগ/অর্থহীন কথা সহ্য করে কারণ সে অমিতাভ বচ্চনজির স্ত্রী। সেই সমাজবাদী টুপি দেখতে ক্ষ্যাপা মোরগের মতো!! কী লজ্জা এবং লজ্জার!

advertisement

আরও পড়ুন-কয়েকশো গুণ শক্তি বাড়ছে…! এক ইশারায় কাঁপবে ত্রিলোক! সূর্যের গোচরে রাজা হবে ৫ রাশি, লাগবে ‘লটারি’, অগাস্টেই ‘মালামাল’ ব্যবসায়ীরা

ঠিক কী করেছিলেন জয়া বচ্চন? মঙ্গলবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক ব্যক্তি যখন তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন, তখন অভিনেত্রী জয়া বচ্চন মেজাজ হারিয়ে ফেলেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সকলকে হতবাক করে দেয়। ক্লিপে, সমাজবাদী পার্টির সাংসদকে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করা এক ব্যক্তিকে ধাক্কা দিতে দেখা যায়। তিনি আরও বলেন, ‘তুমি কী করছো? এটা কী?’

advertisement

আরও পড়ুন-বুড়ো আঙুলের চেয়ে কি পাশের আঙুলটি বেশি লম্বা? কেমন হয় এদের চরিত্র? সৎ না কুচুটে! পায়েই লুকিয়ে আসল রহস্য

জয়া বচ্চনের সহকর্মী সাংসদ এবং শিবসেনা (ইউবিটি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও সমাজবাদী সাংসদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জয়া বচ্চন লোকটিকে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্বেদী ঘুরে তাকান এবং তারপর ক্লাবের দিকে হেঁটে যান।

advertisement

জয়া বচ্চনের আচরণ সম্পর্কে নেটিজেনরা কী বলেছেন?ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই, নেটিজেনরা জয়া বচ্চনের আচরণে হতাশা প্রকাশ করেছেন এবং চরম নিন্দা করেছেন। কেউ কেউ অন্যদের অভিনেত্রীর প্রতি কোনও ধরণের মনোযোগ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ‘এটাই তার বারবার আচরণ, কেন মানুষ এই ধরণের মানুষের সঙ্গে সেলফি তুলতে পাগল হয়ে যাচ্ছে,’ একজন ব্যবহারকারী লিখেছেন। কেউ আবার বলেছেন’ইনি এতটাই অভদ্র’৷ ঝড়ের গতিতে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jaya-Kangana: 'জঘন্য মহিলা একটা!', জয়া বচ্চনকে চরম গালাগালি, রেগে আগুন হয়ে যা বললেন কঙ্গনা..., ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল