কাঞ্চন মল্লিক, টলিউড ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় মুখ৷ মূলত কৌতুকাভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা৷ অত্যন্ত ভাল, দাপুটে অভিনেতা হিসেবে তিনি পরিচিত৷ এর পাশাপাশি তিনি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক৷ ফলে রাজনীতি ও অভিনয় নিয়ে প্রচন্ড ভাবে ব্যস্ত থাকেন তিনি৷ কাঞ্চন মল্লিক খুবই ধার্মিক বলেও পরিচিত৷ পুজো-আচ্চায়ও অনেকটা সময় কাটে তাঁর৷
advertisement
কাঞ্চন মল্লিকের বাড়িতে নানা উৎসব পালিত হয়৷ এবার সেই তালিকায় ছিল রাস পূর্ণিমার পুজো৷ বাড়ির পুজো জমিয়ে দিলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ দু’জনে নাচলেন প্রাণ খুলে৷ এরই পাশাপাশি ছিলেন তাঁদের বন্ধুরাও৷ উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহমও৷
হলুদ-গোলাপী পাড়ের শাড়ি পরেছিলেন শ্রীময়ী৷ কাঞ্চনের পরনে ছিল সাদা-লাল-জরি কাজের পাঞ্জাবি-পাজামা৷ রাসপূর্ণিমায় হরিনাম সংকীর্তন হয়৷ বাড়ির পুজোতে কীর্তনও হল কাঞ্চন মল্লিকের৷ সেখানে গানের তালে তালে হাত তুলে নাচেন দু’জনে৷ ভিডিওটি বাইরে আসতেই লাইক-কমেন্টের বন্যা! দুজনে জমিয়ে নাচ করার পাশাপাশি একসঙ্গে জুটি বেঁধে পোজ দিয়ে ছবিও তোলেন। তাঁদের এই নাচের ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাঁদের টলিউডের শোভন বৈশাখীর তকমা দিয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F