TRENDING:

Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর রাসলীলা প্রকাশ্যে! নেচে মাতালেন দু’জনে, মুহূর্তে ভিডিও ভাইরাল

Last Updated:

Kanchan Mullick-Sreemoyee Chottoraj Viral Video:কাঞ্চন মল্লিকের বাড়িতে নানা উৎসব পালিত হয়৷ এবার সেই তালিকায় ছিল রাস পূর্ণিমার পুজো৷ বাড়ির পুজো জমিয়ে দিলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ দু’জনে নাচলেন প্রাণ খুলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাসলীলায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর নাচ এখন ভাইরাল৷ রাসপূর্ণিমায় খুবই ধুমধাম করে পুজো করেন কাঞ্চন-শ্রীময়ী৷ শুধু পুজো নয়, একসঙ্গে নেচে মাতিয়ে দিলেন তাঁরা৷ কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে৷ তবে এখন তাঁদের একসঙ্গে দেখা যায় সর্বত্র৷ দূর্গাপুজো হোক বা কালীপুজো, একসঙ্গে সময় কাটান দু’জনে৷ এমনকী জগদ্ধাত্রী পুজোতেও তাঁরা দু’জনে গিয়েছিলেন ইন্দ্রানী দত্তের বাড়ির আমন্ত্রণে৷
advertisement

কাঞ্চন মল্লিক, টলিউড ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় মুখ৷ মূলত কৌতুকাভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা৷ অত্যন্ত ভাল, দাপুটে অভিনেতা হিসেবে তিনি পরিচিত৷ এর পাশাপাশি তিনি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক৷ ফলে রাজনীতি ও অভিনয় নিয়ে প্রচন্ড ভাবে ব্যস্ত থাকেন তিনি৷ কাঞ্চন মল্লিক খুবই ধার্মিক বলেও পরিচিত৷ পুজো-আচ্চায়ও অনেকটা সময় কাটে তাঁর৷

আরও পড়ুনParambrata Chatterjee-Piya Chakraborty Marriage: পরমব্রতের সঙ্গে বিয়ে করছেন প্রাক্তন স্ত্রী, এবার অনুপমের ‘বিশেষ বান্ধবীর’ পোস্ট ঘিরে জল্পনা

advertisement

কাঞ্চন মল্লিকের বাড়িতে নানা উৎসব পালিত হয়৷ এবার সেই তালিকায় ছিল রাস পূর্ণিমার পুজো৷ বাড়ির পুজো জমিয়ে দিলেন কাঞ্চন ও শ্রীময়ী৷ দু’জনে নাচলেন প্রাণ খুলে৷ এরই পাশাপাশি ছিলেন তাঁদের বন্ধুরাও৷ উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সোহমও৷

হলুদ-গোলাপী পাড়ের শাড়ি পরেছিলেন শ্রীময়ী৷ কাঞ্চনের পরনে ছিল সাদা-লাল-জরি কাজের পাঞ্জাবি-পাজামা৷ রাসপূর্ণিমায় হরিনাম সংকীর্তন হয়৷ বাড়ির পুজোতে কীর্তনও হল কাঞ্চন মল্লিকের৷ সেখানে গানের তালে তালে হাত তুলে নাচেন দু’জনে৷ ভিডিওটি বাইরে আসতেই লাইক-কমেন্টের বন্যা! দুজনে জমিয়ে নাচ করার পাশাপাশি একসঙ্গে জুটি বেঁধে পোজ দিয়ে ছবিও তোলেন। তাঁদের এই নাচের ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাঁদের টলিউডের শোভন বৈশাখীর তকমা দিয়েছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীর রাসলীলা প্রকাশ্যে! নেচে মাতালেন দু’জনে, মুহূর্তে ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল