TRENDING:

Bhuban Badyakar: ‘বীরভূমকে বিশ্ব চিনেছে আমার গানে’! শিল্পীভাতা না পেয়ে ক্ষোভে এ কী বলে বসলেন ভুবন বাদ্যকর, ‘কাঁচা বাদাম’ গায়কের মন্তব্যে তীব্র বিতর্ক

Last Updated:

Bhuban Badyakar: শুক্রবার বীরভূম জেলাশাসকের দফতরে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে নিজের এই আক্ষেপ উগরে দিলেন তিনি। একইসঙ্গে ডোম সমাজের বাঁশ শিল্পী ও বাদ্যকারদের জন্য সরকারি স্বীকৃতির দাবিও জানান তিনি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই:  এক সময় যাঁর ‘কাঁচা বাদাম’ গানের সুরে মেতেছিল গোটা বিশ্ব, সেই ভুবন বাদ্যকর আজও ব্রাত্য শিল্পীভাতার তালিকায়। শুক্রবার বীরভূম জেলাশাসকের দফতরে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে নিজের এই আক্ষেপ উগরে দিলেন তিনি। একইসঙ্গে ডোম সমাজের বাঁশ শিল্পী ও বাদ্যকারদের জন্য সরকারি স্বীকৃতির দাবিও জানান তিনি।
advertisement

এদিন পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন, ভূমিহীনদের পাট্টা প্রদান, আবাস যোজনার বাড়ি এবং শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান-সহ মোট ১৪ দফা দাবিতে সরব হয় ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ। কুলো, ঝুড়ি, হাতপাখা ও বাদ্যযন্ত্র নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক ও পুলিশ সুপারের দফতরে স্মারকলিপি জমা দেয়।

আরও পড়ুন: লিপইয়ার নয়, দিনসংখ্যা সেই ২৮…তাহলে কেন হঠাৎ করে ভাইরাল হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস? বড় রহস্য লুকিয়ে ক্যালেন্ডারে, জানলে বিশ্বাসই হবে না

advertisement

এদিন ভুবন বাদ্যকর আক্ষেপের সুরে বলেন, বিশ্বজুড়ে পরিচিতি পেলেও তিনি এখনও সরকারি শিল্পীভাতা পান না। তিনি বলেন, “আমি শিল্পীভাতা পাইনি বলেই আজ ডিএম সাহেবের কাছে এসেছি। শুধু আমি নই, আমাদের সমাজের যাঁরা দিনরাত বাঁশের কাজ করেন বা ঢাক বাজান, তাঁদের প্রত্যেকেরই কার্ড হওয়া উচিত।”

advertisement

বীরভূম জেলাকে নিজের গানের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরেছেন দাবি করে তিনি আরও বলেন, “বীরভূমকে ভগবান আমার মুখ দিয়ে চিনিয়েছেন।” যদিও তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক। ভুবন বাদ্যকরের শিল্পীভাতা না পাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ২০১৭ সালের পর থেকে নতুন করে শিল্পীভাতার জন্য নাম নথিভুক্তকরণ বন্ধ রয়েছে। ভুবনবাবু ভাইরাল হওয়ার পর করোনা আবহে আবেদন জানিয়েছিলেন, যা নিয়ম অনুযায়ী গ্রহণ করা সম্ভব হয়নি।

advertisement

আরও পড়ুন: ঠিক ১১ দিন পর থেকেই ৪ রাশির শুরু হবে গোল্ডেন টাইম! শুক্রের গোচরে তৈরি ধনলাভের যোগ, ভ্যালেন্টাইনস ডে-র আগেই প্রেমে সাফল্য

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

ডোম সমাজের এই বিক্ষোভ ও ভুবন বাদ্যকরের উপস্থিতি এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করে। এখন দেখার, এই স্মারকলিপি প্রদানের পর প্রশাসন তাঁদের দাবিদাওয়া নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhuban Badyakar: ‘বীরভূমকে বিশ্ব চিনেছে আমার গানে’! শিল্পীভাতা না পেয়ে ক্ষোভে এ কী বলে বসলেন ভুবন বাদ্যকর, ‘কাঁচা বাদাম’ গায়কের মন্তব্যে তীব্র বিতর্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল