TRENDING:

বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়ায় মত্ত শ্রুতি হাসান !

Last Updated:

বেশ কিছুদিন ধরেই সুযোগ খুঁজছিলেন শ্রুতি ৷ শেষমেশ সুযোগ পেয়েই সোজা ঝাঁপিয়ে পড়লেন বাবা কমল হাসানের গার্লফ্রেন্ডের ওপর !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বেশ কিছুদিন ধরেই সুযোগ খুঁজছিলেন শ্রুতি ৷ শেষমেশ সুযোগ পেয়েই সোজা ঝাঁপিয়ে পড়লেন বাবা কমল হাসানের গার্লফ্রেন্ডের ওপর ! আর গোটা কাণ্ডটাই ঘটল শ্যুটিং ফ্লোরে !
advertisement

পরিচালর সাবাস নাইডু-র ছবিতে একসঙ্গে দেখা যাবে কমল হাসান ও মেয়ে শ্রুতি হাসানকে ৷ আর এই ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন কমলের সাম্প্রতিক প্রেমিকা গৌতমি ! আর এই গৌতমির সঙ্গে ঝামেলায় মত্ত হলেন শ্রতি !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাব্যটা হল, বহুদিন থেকে আদব কায়দায় স্পষ্টই শ্রুতি জানিয়েছেন গৌতমিকে তিনি খুব একটা পছন্দ করেন না ৷ আর এবার সেই অপচ্ছ ব্যাপারটাই বেরিয়ে এল ঝগড়ার মধ্যে দিয়ে ৷ ছবির শ্যুটিং ফ্লোরেই কস্টিউম নিয়ে বচসা শুরু করে দেন গৌতমি ও শ্রতি ৷ জানা গিয়েছে, বচসার চোটে নাকি শ্যুটিংই বন্ধ হয়ে যায় ৷ অবশ্য এ ব্যাপারে কোনওরকম মন্তব্য করতে চাননি কমল হাসান !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়ায় মত্ত শ্রুতি হাসান !