রানি এবং কাজলের বহু বছরের পুরনো বন্ধুত্ব। করণের পরিচালনায় বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন রানি এবং কাজল। তবে করণ এবং কাজলের বন্ধুত্ব মোটেই মসৃণ ভাবে চলেনি। ২০১৬ নাগাদ দুজনের সম্পর্কের এতটাই খারাপ পর্যায়ে পৌঁছায় যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। তবে এখন যদিও সেই ঝামেলা অতীত।
আরও পড়ুন: ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর জুটি ফিরছে আবার! কোন ছবিতে একসঙ্গে কাজ করবেন সলমন-করণ?
advertisement
বহুবছর পর করণের শো-তে আবার একসঙ্গে ফিরে এসেছেন মুখার্জ্জি বাড়ির দুই কন্যা, রানি এবং কাজল। দুই বোনই কফি উইথ করণ সিজন ৮-এ এসে বেশ মজাই করছেন তা বোঝা স্পষ্ট। শো ছেড়ে চলে যাওয়ার কথাও যে মজা করেই বলা তা ভিডিও থেকেই স্পষ্ট।
ভিডিওতে কাজলকে বলতে শোনা গিয়েছে,‘‘আর নিতে পারছি না।’’ খানিকটা রাগের ভান করে বলেন কাজল। সেইসঙ্গে সোফা ছেড়ে উঠেও পড়েন। ‘‘এবার আমি সোজা বেরিয়ে যাব’’, বলেন কাজল। ঠিক তারপরেই অভিনেত্রীকে বলতে শোনা যায়,‘‘কাট’’।
রানি এবং কাজল দুজনেই করণের সঙ্গে কফি উইথ করণে এসে জমিয়ে খুনসুটি করেছেন। করণও বেশ মজা করেছেন দুই বোনের সঙ্গে। আশা করা যায়, করণ-কাজলের মনোমালিন্যের কোনও কারণ তৈরি হয়নি।
