যশ নামের এক ভক্তকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন জন। কিন্তু এই পোস্টে জনকে দেখেই চিন্তায় পড়েছেন জনের ভক্তরা। সোশ্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?
আরও পড়ুন: শাহরুখ থেকে আশা ভোঁসলে! ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গ্যালারিতে ভিড় বলি তারকাদের
advertisement
আসলে চিন্তার কারণ হয়েছে জনের চেহারা। ভিডিওতে ৫০ বর্ষীয় জনের মুখে দেখা দিয়েছে বলিরেখা। আর সুঠাম চেহারার জনের মুখে বলিরেখা দেখেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে চিন্তার যে কিছুই নেই, তাও আশ্বস্ত করেছেন অন্য অনুরাগীরা।
এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘‘উনি(জন) একদম ঠিক আছেন। শুধু উনার মুখে বলিরেখা দেখা দিয়েছে। হয়তো এটা অতিরিক্ত ওয়ার্কের ফল। তাছাড়া উনি মেকআপ করে নেই। বয়সজনিত কারণেও স্বাভাবিক ভাবে দেখা দিতে পারে।’’ তবে জন যে একেবারে শারীরিক দিক থেকে সুস্থ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।