TRENDING:

John Abraham: এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা

Last Updated:

সোশ‍্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্‍ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দর, সুঠাম চেহারার জন‍্য বলিপাড়ায় সুপরিচিত জন অ‍্যাব্রাহাম। তাঁর সিক্স প‍্যাক নিয়ে বরাবরই চর্চা বলিউডে। কিন্তু হঠাত্‍ তাঁর শরীর নিয়ে চিন্তায় কেন অনুরাগীমহল? সম্প্রতি জনের নতুন ভিডিও দেখে এমনই প্রশ্ন তুলেছেন জনের ভক্তরা।
এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
advertisement

যশ নামের এক ভক্তকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন জন। কিন্তু এই পোস্টে জনকে দেখেই চিন্তায় পড়েছেন জনের ভক্তরা। সোশ‍্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্‍ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?

আরও পড়ুন: শাহরুখ থেকে আশা ভোঁসলে! ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গ‍্যালারিতে ভিড় বলি তারকাদের

advertisement

আসলে চিন্তার কারণ হয়েছে জনের চেহারা। ভিডিওতে ৫০ বর্ষীয় জনের মুখে দেখা দিয়েছে বলিরেখা। আর সুঠাম চেহারার জনের মুখে বলিরেখা দেখেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে চিন্তার যে কিছুই নেই, তাও আশ্বস্ত করেছেন অ‍ন‍্য অনুরাগীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক ব‍্যক্তি সোশ‍্যাল মিডিয়ায় লিখেছেন,‘‘উনি(জন) একদম ঠিক আছেন। শুধু উনার মুখে বলিরেখা দেখা দিয়েছে। হয়তো এটা অতিরিক্ত ওয়ার্কের ফল। তাছাড়া উনি মেকআপ করে নেই। বয়সজনিত কারণেও স্বাভাবিক ভাবে দেখা দিতে পারে।’’ তবে জন যে একেবারে শারীরিক দিক থেকে সুস্থ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
John Abraham: এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল