ব্যাপারটা হল, টলি-বলি জুড়ে একটাই গুঞ্জন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নাকি এবার নায়কের চরিত্রে দেখা যাবে যিশুকে৷ আর ছবির নাম মণিকর্ণিকা ৷ এই ছবিতে কঙ্গনা হলেন ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ ৷ আর তারই রাজা হতে চলেছেন যিশু সেনগুপ্ত ৷
Location :
First Published :
December 17, 2017 2:31 PM IST