নেটমাধ্যমে দুজনেই জানিয়েছেন তাঁদের প্রতিক্রিয়া। জিত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, ভালো থেকো... #AindrilaSharma , আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার এবং ফ্য়ানের জন্য আমার গভীর সমবেদনা। শক্ত হও সব্যসাচী। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তারজন্য কোনও শব্দ হয় না..."।
advertisement
আরও পড়ুন : ফিনিক্স পাখির মতো ফিরে এসেও শেষরক্ষা হল না! প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা
অভিনেত্রী কোয়েলও সমবেদনা জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি জানান, "ঐন্দ্রিলা, তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাক... পরিবার এবং প্রিয়জনদের জন্য রইল গভীর সমবেদনা। #AindrilaSharma"।
আরও পড়ুন : 'কাকিমা ফাইট ব্যাক'! ক্যানসারজয়ীকে সাহস জুগিয়ে নিজেই চলে গেলেন ঐন্দ্রিলা
প্রসঙ্গত, রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ঐন্দ্রিলা শর্মার। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বের করা হয় ঐন্দ্রিলার মরদেহ। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয় তাঁর কুঁদঘাটের আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে। চোখের জলে বিদায় জানালেন অভিনেতা, টেকশিয়ান এবং শিল্পীরা। এরপরে নিয়ে যাওয়া হয় ক্যাওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য হয় ঐন্দ্রিলার।