অজয় চক্রবর্তী অভিযোগ করেছেন, তাঁকে যে পরিমাণ অর্থের বিনিময়ে অনুষ্ঠান করার কথা বলা হয়েছিল, সেই টাকাটিও পাননি তিনি৷ ভিসার টাকাও তিনি পাননি৷ জয়তী চক্রবর্তী যে অভিযোগ করেছেন, সেই হোটেলের ঘর পাওয়া নিয়েও অভিযোগ করেছেন অজয় চক্রবর্তী৷ তার পর খাবার পাওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয়, আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি পারেননি৷ তিনি হোটেল থেকে ফেরার জন্য বিমান ধরার জন্য যখন বেরিয়েছিলেন, তখন গাড়িটুকুও পাননি অজয়৷ তাই নিয়েই বিস্তারিত অভিযোগ জানিয়েছেন তিনি৷ আর সেই লিখিত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চূড়ান্ত ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়৷
advertisement
আরও পড়ুন: বিরাট সমস্যা গোষ্ঠীকোন্দল! অভিষেকের তৎপরতায় কি ফল হবে ভোটবাক্সে? আজ ফের প্রচার
লাইভে এসে জয়তী চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের ৫ তারিখ পর্যন্ত হোটেল বুকিং আছে বলে জানানো হয়, কিন্তু তার পরে দেখা যায়, আমরা ৪ জুলাই পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি৷’ পাশাপাশি তাঁর অভিযোগ সময় মতো খাবার তিনি পাননি৷ একজন পরিচিতের সাহায্যে তিনি অন্যত্র চলে যান৷ নিজেদের ঘরে ঢুকতে পারেননি বলে তাঁকে তাঁর পরিচিত এসে নিয়ে যান৷ পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন, পণ্ডিতজির অপমান যা দেখলাম, তারপর আর সেটা মানতে পারছি না৷ এর দায় কে নেবে?
পাল্টা আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে হোটেল বদলানোর বিষয়ে জোর করেছিলেন জয়তী৷ তবে তাঁকে অনেকের সঙ্গে দেখা করার কথা ছিল৷ কিন্তু তিনি না দেখা করে আমাদের না জানিয়ে হোটেলে পৌঁছে যান৷ তিনি আমাদের বলেছিলেন, টাকা না পেলে তিনি মঞ্চে অনুষ্ঠান করবেন না, আমরা পুরো অর্থ প্রদান করেছিলাম৷ ওঁর দেরি করে আসার কারণে আমাদের মঞ্চে একঘণ্টা সময় নষ্ট হয়েছে৷ আয়োজকদের তরফ থেকে তিনটি ঘরের আয়োজন করা হয়েছিল, কিন্তু তিনি চলে গিয়েছিলেন, আমাদের হোটেলের খরচও জলে গিয়েছিল৷ মূলত আয়োজক পার্থসারথী মুখোপাধ্যায় ও অনিন্দিতা মুখোপাধ্যায়ের তরফ থেকে এই বয়ান দাবি দেওয়া হয়েছে৷