TRENDING:

NABC Controversy: বিদেশের মাটিতে চূড়ান্ত অপমানিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অভিযোগ নিয়ে তোলপাড়

Last Updated:

NABC Controversy: সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন আয়োজকদের বিরুদ্ধে, এনএবিসি-এর বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মার্কিন মুলুকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে বাঙালি শিল্পীদের, এমনই অভিযোগ তুললেন পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীরা৷ কেউ লিখিত অভিযোগ জানালেন লিখিতভাবে, কেউ আবার ফেসবুক লাইভ করে অভিযোগ জানালেন৷ সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন আয়োজকদের বিরুদ্ধে, এনএবিসি-এর বিরুদ্ধে৷ যদিও আয়োজকদের পক্ষ থেকে এই বিষয়ে সাফাইও দেওয়া হয়েছে৷
অজয় চক্রবর্তী
অজয় চক্রবর্তী
advertisement

অজয় চক্রবর্তী অভিযোগ করেছেন, তাঁকে যে পরিমাণ অর্থের বিনিময়ে অনুষ্ঠান করার কথা বলা হয়েছিল, সেই টাকাটিও পাননি তিনি৷ ভিসার টাকাও তিনি পাননি৷ জয়তী চক্রবর্তী যে অভিযোগ করেছেন, সেই হোটেলের ঘর পাওয়া নিয়েও অভিযোগ করেছেন অজয় চক্রবর্তী৷ তার পর খাবার পাওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ রয়েছে৷ শুধু তাই নয়, আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি পারেননি৷ তিনি হোটেল থেকে ফেরার জন্য বিমান ধরার জন্য যখন বেরিয়েছিলেন, তখন গাড়িটুকুও পাননি অজয়৷ তাই নিয়েই বিস্তারিত অভিযোগ জানিয়েছেন তিনি৷ আর সেই লিখিত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চূড়ান্ত ক্ষোভ উগরে দিয়েছেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন: বিরাট সমস্যা গোষ্ঠীকোন্দল! অভিষেকের তৎপরতায় কি ফল হবে ভোটবাক্সে? আজ ফের প্রচার

আরও পড়ুন: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন

লাইভে এসে জয়তী চক্রবর্তী জানিয়েছেন, ‘আমাদের ৫ তারিখ পর্যন্ত হোটেল বুকিং আছে বলে জানানো হয়, কিন্তু তার পরে দেখা যায়, আমরা ৪ জুলাই পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি৷’ পাশাপাশি তাঁর অভিযোগ সময় মতো খাবার তিনি পাননি৷ একজন পরিচিতের সাহায্যে তিনি অন্যত্র চলে যান৷ নিজেদের ঘরে ঢুকতে পারেননি বলে তাঁকে তাঁর পরিচিত এসে নিয়ে যান৷ পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন, পণ্ডিতজির অপমান যা দেখলাম, তারপর আর সেটা মানতে পারছি না৷ এর দায় কে নেবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

পাল্টা আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, শেষ মুহূর্তে হোটেল বদলানোর বিষয়ে জোর করেছিলেন জয়তী৷ তবে তাঁকে অনেকের সঙ্গে দেখা করার কথা ছিল৷ কিন্তু তিনি না দেখা করে আমাদের না জানিয়ে হোটেলে পৌঁছে যান৷ তিনি আমাদের বলেছিলেন, টাকা না পেলে তিনি মঞ্চে অনুষ্ঠান করবেন না, আমরা পুরো অর্থ প্রদান করেছিলাম৷ ওঁর দেরি করে আসার কারণে আমাদের মঞ্চে একঘণ্টা সময় নষ্ট হয়েছে৷ আয়োজকদের তরফ থেকে তিনটি ঘরের আয়োজন করা হয়েছিল, কিন্তু তিনি চলে গিয়েছিলেন, আমাদের হোটেলের খরচও জলে গিয়েছিল৷ মূলত আয়োজক পার্থসারথী মুখোপাধ্যায় ও অনিন্দিতা মুখোপাধ্যায়ের তরফ থেকে এই বয়ান দাবি দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
NABC Controversy: বিদেশের মাটিতে চূড়ান্ত অপমানিত অজয় চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, অভিযোগ নিয়ে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল