বহু অনুষ্ঠানে রেখা- অমিতাভ ও জয়াকে যেতে দেখা গিয়েছে। কিন্তু কখনও দেখা যায়নি তাঁদের কথা বলতে। একটি ভিডিওতে এরকম দেখা গিয়েছিল, যে অমিতাভ ঠিক রেখার পাশেই দাঁড়িয়ে আছেন। অথচ তারপরেও কেউ কারও দিকে তাকাচ্ছেন পর্যন্ত না। ঠিক এক রকম জয়া বচ্চনের সঙ্গেও কখনও কোথাও রেখাকে কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক অবাক করা ঘটনা ঘটল। যা চমকে দেবে। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
advertisement
ভিডিও একটু পুরনো। কিন্তু নতুন করে ভাইরাল হয়। দেখা যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছেন রেখা এবং জয়া। তবে মজার বিষয় হল রেখা নিজেই এগিয়ে গেলেন জয়ার দিকে। জয়া বসে ছিলেন। রেখা যেতেই উঠে দাঁড়ান জয়া। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন। এবং কথা বলেন। যা সত্যিই অবাক ঘটনা। এই দৃশ্য দেখেই পাপারাৎজিরা ছবি তুলতে শুরু করেন। তবে কী এবার কমবে জয়া ও রেখার মাঝের দূরত্ব! সে তো সময় বলবে। যদিও অমিতাভের সঙ্গে কিন্তু কথা বলেননি রেখা। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।