TRENDING:

Jaya Bachchan-Rekha: অমিতাভের প্রেম! প্রথমবার জয়া বচ্চনকে জড়িয়ে ধরলেন রেখা! তারপরেই ঘটল বিরল ঘটনা! ভাইরাল ভিডিও অবাক করবে

Last Updated:

Jaya Bachchan-Rekha: অমিতাভ-রেখার প্রেম কাহিনি কার না জানা! কিন্তু জয়াকে প্রথমবার জড়িয়ে ধরলেন রেখা! তারপর একী হল! ভিডিও সত্যিই অবাক করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  অমিতাভ বচ্চন ও রেখা। এক সময় বলিউডের সুপারহিট জুটি ছিলেন তাঁরা। ‘দো অঞ্জানে’, ‘আলাপ’, ‘মুকাদ্দর কা সিকান্দর’, ‘সিলসিলা’-র মতো একের পর এক ছবিতে এই জুটি মনে জিতেছেন সকলের। বলিউডে রেখা ও অমিতাভের প্রেম কাহিনি নিয়ে কম কথা শোনা যায় না। বহু বছর অমিতাভ ও রেখাকে এক সঙ্গে কোথাও কথা বলতেও দেখা যায়নি। শোনা যায় তাঁদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অমিতাভের বিয়ে হয় জয়া বচ্চনের সঙ্গে। আর তারপরেই রেখা সরে যান অমিতাভের জীবন থেকে। এমনকি জয়া বচ্চন ও রেখার সম্পর্কও কোনদিন ভাল নয়।
advertisement

বহু অনুষ্ঠানে রেখা- অমিতাভ ও জয়াকে যেতে দেখা গিয়েছে। কিন্তু কখনও দেখা যায়নি তাঁদের কথা বলতে। একটি ভিডিওতে এরকম দেখা গিয়েছিল, যে অমিতাভ ঠিক রেখার পাশেই দাঁড়িয়ে আছেন। অথচ তারপরেও কেউ কারও দিকে তাকাচ্ছেন পর্যন্ত না। ঠিক এক রকম জয়া বচ্চনের সঙ্গেও কখনও কোথাও রেখাকে কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক অবাক করা ঘটনা ঘটল। যা চমকে দেবে। সম্প্রতি এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভিডিও একটু পুরনো। কিন্তু নতুন করে ভাইরাল হয়। দেখা যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছেন রেখা এবং জয়া। তবে মজার বিষয় হল রেখা নিজেই এগিয়ে গেলেন জয়ার দিকে। জয়া বসে ছিলেন। রেখা যেতেই উঠে দাঁড়ান জয়া। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন। এবং কথা বলেন। যা সত্যিই অবাক ঘটনা। এই দৃশ্য দেখেই পাপারাৎজিরা ছবি তুলতে শুরু করেন। তবে কী এবার কমবে জয়া ও রেখার মাঝের দূরত্ব! সে তো সময় বলবে। যদিও অমিতাভের সঙ্গে কিন্তু কথা বলেননি রেখা। আপাতত এই ভিডিও তুমুল ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jaya Bachchan-Rekha: অমিতাভের প্রেম! প্রথমবার জয়া বচ্চনকে জড়িয়ে ধরলেন রেখা! তারপরেই ঘটল বিরল ঘটনা! ভাইরাল ভিডিও অবাক করবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল