TRENDING:

Filmfare Awards 2023: সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...

Last Updated:

Filmfare Awards 2023: মঞ্চে উঠে পারফর্ম করার ঠিক পাঁচ-দশ মিনিট আগেই গাউনের চেন কেটে গেল জাহ্নবীর৷ স্টেজে ওঠার আগেই চরম সমস্যায় পড়লেন জাহ্নবী কাপুর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:বলি তারকারা হামেশাই উপস মোমেন্টের শিকার হয়ে থাকেন৷ নিজেকে সুন্দর দেখাতে গিয়েই ঘটে যায় চরম বিপত্তি৷ এবার তেমনটাই হল বলি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে৷ মঞ্চে উঠে পারফর্ম করার ঠিক পাঁচ-দশ মিনিট আগেই গাউনের চেন কেটে গেল জাহ্নবীর৷ স্টেজে ওঠার আগেই চরম সমস্যায় পড়লেন জাহ্নবী কাপুর৷
সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
advertisement

মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ৬৮ তম ফিল্মফেয়ার অনুষ্ঠান৷ সেখানেই রেড কার্পেটে বেগুনি রঙের লং গাউন পরে হাঁটার আগেই পোশাক বিভ্রাটে পড়লেন অভিনেত্রী৷ ফিল্মফেয়ারের অনুষ্ঠানের রাতে একবার নয়, দুবার চেন কেটে গেছে৷ প্রথমবার চেন কেটে যাওয়ার পর তা সেলাই করেন, কিন্তু ফের তা কেটে যায়৷ এদিকে মঞ্চে তখন ডাক পড়েছে৷ শেষ মুহূর্তে কীভাবে পরিস্থিতি সামাল দিলেন তা শুনলে চমকে যাবেন৷

advertisement

ফিল্মফেয়ারের অনুষ্ঠানের রাতে একের পর এক সমস্যায় পড়েন জাহ্নবী কাপুর৷ নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার কথা খোলসা করেন অভিনেত্রী৷ জাহ্নবী কাপুর লেখেন, 'যখন তোমার গাউনের চেন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে, আর মঞ্চে পারফর্ম করতে ওঠবার ১২ মিনিট আগে কেটে যায়৷ সেই অবস্থা আর কী'৷ জাহ্নবীর শেয়ার করা ছবিতেই পুরো বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে৷ যেখানে দেখা গেছে, গাড়ির ভিতর বসে রয়েছেন শ্রী কন্যা৷ পাশে বসে দর্জি তার গাউনের চেন সেলাই করছেন৷ অন্য ছবিতে দেখা যাচ্ছে, ভ্যানিটির অন্দরে সাজসজ্জার শিল্পীরা জাহ্নবীর গাউনের চেন আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছেন৷ শেষমুহূর্তে অন্য পোশাক পরার পৌঁছানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী৷ মাত্র ১০ মিনিটের মধ্যেই অন্য পোশাকে পরে সকলের সামনে এলেন শ্রী কন্যা৷ জরির কাজ করা প্যান্ট,শর্ট স্কার্ট পরে স্টেজে ওঠেন তিনি৷ জাহ্নবীর এই ছবি শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

advertisement

আরও পড়ুন-ঠিক যেন মৎসকন্যা! ব্যাকলেসে উত্তাপ বাড়িয়ে নীল জলের গভীরে ডুব, চিনতে পারছেন বঙ্গতনয়াকে

আরও পড়ুন-'আমি অপেক্ষা করছি তোমার জন্য', হঠাৎ কার কথা এত মনে পড়ছে যশের

ফিল্মফেয়ার অনুষ্ঠানে 'মিলি'-র জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জাহ্নবী৷ যদিও 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র জন্য সেই পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভট্ট৷ জাহ্নবীকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছে 'মিলি' ছবিতে৷ এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে জাহ্নবীর৷ 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে রাজকুমার রাও-এর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে৷ বলিউডের পাশাপাশি তেলেগু ছবিতেও অভিনয় করছেন জাহ্নবী কাপুর৷ এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Filmfare Awards 2023: সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল