TRENDING:

Janhvi Kapoor Secretly Engaged: গোপনে কি বাগদান সেরে ফেললেন জাহ্নবী? চর্চিত প্রেমিককে নিয়ে গেলেন এই মন্দিরে, রইল ভিডিও

Last Updated:

Janhvi Kapoor Secretly Engaged: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কি তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গোপনে বাগদান সেরে নিলেন৷ সোশ্যাল মিডিয়ার অন্দরে কান পাতলেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কি তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গোপনে বাগদান সেরে নিলেন৷ সোশ্যাল মিডিয়ার অন্দরে কান পাতলেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে৷ সম্প্রতি শিখরের সঙ্গে তিরুপতিতে জাহ্নবীকে দেখার পর থেকেই এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া৷ অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শিখরের পাশে মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করছেন অভিনেত্রী৷ এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা৷
advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে জাহ্নবীকে জাহ্নবীকে বেগুনি রঙের শিফন শাড়ি এবং শিখরকে সাদা ধুতিতে দেখা গেছে৷ এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়েছে৷ নেটিজেনদের অনেকেই অনুমান করছেন জাহ্নবী গোপনে বাগদান সেরে নিয়েছেন৷ এছাড়াও জাহ্নবীর হাতের হিরের আংটি দেখে জল্পনা আরও বেড়েছে৷ যদি এই গুজবের কোন সত্যতা নেই৷ পুরো বিষয়টা নিয়ে স্পিকটি নট শ্রীদেবী কন্যা৷

advertisement

সূত্রের খবর, জাহ্নবী কাপুর শ্রীদেবীর জন্মবার্ষিকীতে প্রার্থনা করতে মন্দিরে গিয়েছিলেন। জাহ্নবী এবং শিখরকে এপ্রিলের শুরুতে তিরুপতি বালাজি মন্দিরেও দেখা গিয়েছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জাহ্নবীর ছোট বোন খুশি কাপুরও। হামেশাই শিখরের সঙ্গে দেখা যায় জাহ্নবীকে৷ যদি সত্যিই কোনও সম্পর্কে আছেন কিনা তাঁরা, তা কেউই এখনও নিশ্চিত করেননি৷

advertisement

আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল

আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?

তবে দু’জন আগে ডেট করেছেন বলে শোনা গেছে। শিখরকে প্রায়শই ইন্ডাস্ট্রি এবং বনি কাপুরের পারিবারিক অনুষ্ঠানে জাহ্নবী এবং তার পরিবারের সঙ্গে দেখা যায়৷ কয়েক মাস আগেও অনিল কাপুরের জন্মদিনের পার্টিতে জাহ্নবীর বাবা বনি কাপুরের সঙ্গে ছবিতে পোজ দিয়েছিলেন৷ ছবি তোলার সময় বনি শিখরের কাঁধের হাত রেখেছিলেন , তা নিয়ে জল্পনা কম হয়নি। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে, জাহ্নবীকে শেষ দেখা গিয়েছিল বরুণ ধাওয়ানের বিপরীতে নীতেশ তিওয়ারির বাওয়াল ছবিতে। বর্তমানে বলিউডের গন্ডি পেরিয়ে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Janhvi Kapoor Secretly Engaged: গোপনে কি বাগদান সেরে ফেললেন জাহ্নবী? চর্চিত প্রেমিককে নিয়ে গেলেন এই মন্দিরে, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল