বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তিনি। তাঁর প্রভাব থেকে আজও বেরোতে পারেননি চলচ্চিত্র-প্রেমীরা। এই প্রজন্মের দুই নায়িকা জাহ্নবী কপূর এবং খুশি কপূর তাঁদের মায়ের ছবি পোস্ট করে সে কথাই যেন মনে করিয়ে দিলেন।
আরও পড়ুন: মাকে স্মরণ করে আবেগবহুল পোস্ট জাহ্নবীর, চোখে জল ভক্তকুলের
আরও পড়ুন: দুর্গা পুজোয় সিঁদুর খেলায় মেতে শ্রীদেবী ! ছবি শেয়ার করে আবেগে ভাসলেন বনি কাপুর
advertisement
জাহ্নবী মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন, 'শুভ জন্মদিন মা। যত দিন যাচ্ছে, তোমাকে আরও একটু বেশি করে মিস করছি। সারা জীবন তোমায় ভালবেসে যাব।'
বনি-শ্রীদেবীর ছোট কন্যা খুশি আদুরে ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, মা তাঁর মেয়ের গালে চুমু খাচ্ছেন। সঙ্গে কিছু লেখেননি খুশি। তাঁর ছবিই যেন অনেক কিছু বলে দিচ্ছে।
বনি তাঁর ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে ভ্রমণের ছবি পোস্ট করে লিখেছেন, 'তোমায় ভালবাসি জান (আদরের নাম, বাংলায় যার অর্থ প্রাণ)'। তা ছাড়া আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন তিনি।
২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান। জাহ্নবী যে বাবার থেকে বেশি মায়ের ঘনিষ্ঠ ছিলেন, সে কথা একাধিক সাক্ষাৎকারে শ্রীদেবী নিজেই বলেছিলেন। তাই আজও জাহ্নবীর কিছু ছবিতে এককালীন সুপারস্টারের সঙ্গে হুবহু মিল পান অনেকেই।