TRENDING:

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর ৫৯তম জন্মদিনে জাহ্নবী-খুশি-বনির পোস্ট

Last Updated:

২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নেই 'হাওয়া হাওয়াই'। প্রায় ৪ বছর হয়ে গেল তাঁর না থাকার। এ দিকে তাঁর দুই কন্যা যে বলিউড কাঁপিয়ে দিলেন। হয়তো তিনি দেখছেন। সেখান থেকেই। আজ সেই শ্রীদেবীর জন্মদিন। বেঁচে থাকলে ৫৯ বছর বয়স হত তাঁর।
advertisement

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার তিনি। তাঁর প্রভাব থেকে আজও বেরোতে পারেননি চলচ্চিত্র-প্রেমীরা। এই প্রজন্মের দুই নায়িকা জাহ্নবী কপূর এবং খুশি কপূর তাঁদের মায়ের ছবি পোস্ট করে সে কথাই যেন মনে করিয়ে দিলেন।

আরও পড়ুন: মাকে স্মরণ করে আবেগবহুল পোস্ট জাহ্নবীর, চোখে জল ভক্তকুলের

আরও পড়ুন: দুর্গা পুজোয় সিঁদুর খেলায় মেতে শ্রীদেবী ! ছবি শেয়ার করে আবেগে ভাসলেন বনি কাপুর

advertisement

জাহ্নবী মায়ের সঙ্গে তাঁর ছোটবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন, 'শুভ জন্মদিন মা। যত দিন যাচ্ছে, তোমাকে আরও একটু বেশি করে মিস করছি। সারা জীবন তোমায় ভালবেসে যাব।'

বনি-শ্রীদেবীর ছোট কন্যা খুশি আদুরে ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, মা তাঁর মেয়ের গালে চুমু খাচ্ছেন। সঙ্গে কিছু লেখেননি খুশি। তাঁর ছবিই যেন অনেক কিছু বলে দিচ্ছে।

advertisement

বনি তাঁর ইনস্টাগ্রামে শ্রীদেবীর সঙ্গে ভ্রমণের ছবি পোস্ট করে লিখেছেন, 'তোমায় ভালবাসি জান (আদরের নাম, বাংলায় যার অর্থ প্রাণ)'। তা ছাড়া আরও একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৮ সালে দুবাইয়ে এক আত্মীয়র বিয়েতে গিয়েই বাথটবে অস্বাভাবিক মৃত্যু হয় শ্রীদেবীর। তাঁর মৃত্যুশোক ভুলতে পারেননি অনেকেই। তাই তাঁর বড় কন্যা জাহ্নবীর মধ্যে অনেকেই শ্রীদেবীর ছায়া পান। জাহ্নবী যে বাবার থেকে বেশি মায়ের ঘনিষ্ঠ ছিলেন, সে কথা একাধিক সাক্ষাৎকারে শ্রীদেবী নিজেই বলেছিলেন। তাই আজও জাহ্নবীর কিছু ছবিতে এককালীন সুপারস্টারের সঙ্গে হুবহু মিল পান অনেকেই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর ৫৯তম জন্মদিনে জাহ্নবী-খুশি-বনির পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল