TRENDING:

রণবীরের গালে সপাট চড় জ্যাকলিনের! ধুন্ধুমার কাণ্ড রোহিতের ছবির সেটে

Last Updated:

'সার্কাস'-এর শ্যুটে একাধিক চিন্তা ঘিরে ধরত জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর সেই চিন্তা থেকেই দুই সহ-অভিনেতাকে চড় কষিয়ে বসেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রোহিত শেট্টির ছবিতে প্রথম কাজ। কাস্টে একাধিক নামী অভিনেতা। সবার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করা যাবে তো? 'সার্কাস'-এর শ্যুটে এমনই সব চিন্তা ঘিরে ধরত জ্যাকলিন ফার্নান্ডেজকে। আর সেই চিন্তা থেকেই দুই সহ-অভিনেতাকে চড় কষিয়ে বসেন অভিনেত্রী।
advertisement

রণবীর সিং এবং বরুণ শর্মার সঙ্গে একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে এই কাণ্ড ঘটান জ্যাকলিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "শ্যুটের প্রথম দিন খুব চাপে ছিলাম। রণবীরকে একটি দৃশ্যে আর বরুণকে সত্যি চড় মেরে বসি। আমি এতটাই চাপে ছিলাম যে অভিনয় করতে হয়নি। আসলেই চড় মেরেছিলাম। এ ভাবে সেটে সকলের সঙ্গে সহজ হয়ে গিয়েছিলাম।"

advertisement

জ্যাকলিনের কথা শেষ হতেই শুরু রণবীরের খুনশুটি। রসিকতার সুরে তিনি বলেন, "এত জোরে চড় মারে যে আমার চোয়াল ভেঙে যায়। বরফ দিতে হয়েছিল।"

আরও পড়ুন: TRP-তে বড় চমক! ফের জগদ্ধাত্রীর জয়জয়কার! প্রথম সপ্তাহেই বাজিমাত এই সিরিয়ালের

আরও পড়ুন: শাশুড়ি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন বৌমার, দ্বিতীয় বিয়ে ফড়িংয়ের, ব্যাঙ্কবাবু কোথায়

advertisement

দুই যমজ ভাইকে ঘিরে আবর্তিত ছবির গল্প। অথচ একে অপরকে কখনও দেখেনি তারা ছবিতে রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। দুই নায়কের দুই নায়িকা। পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরুণ শর্মা, মুরলি শর্মা, সঞ্জয় মিশ্রকে।

সেরা ভিডিও

আরও দেখুন
নরনারায়ণ সেবা থেকে কম্বল-মশারি বিতরণ, শতাব্দী প্রাচীন 'এই' শ্যামা পুজোয় জমজমাট আয়োজন
আরও দেখুন

অদ্ভুতুরে সব কাণ্ড, মজার সংলাপ, নাচ-গান, দর্শকদের হালকা চালের ছবি উপহার দিচ্ছেন রোহিত। আপাতত তারই প্রচারে ব্যস্ত 'সার্কাস'-এর তারকারা। শুক্রবার পর্দায় এসেছে ছবিটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরের গালে সপাট চড় জ্যাকলিনের! ধুন্ধুমার কাণ্ড রোহিতের ছবির সেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল