রণবীর সিং এবং বরুণ শর্মার সঙ্গে একটি দৃশ্য শ্যুট করতে গিয়ে এই কাণ্ড ঘটান জ্যাকলিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "শ্যুটের প্রথম দিন খুব চাপে ছিলাম। রণবীরকে একটি দৃশ্যে আর বরুণকে সত্যি চড় মেরে বসি। আমি এতটাই চাপে ছিলাম যে অভিনয় করতে হয়নি। আসলেই চড় মেরেছিলাম। এ ভাবে সেটে সকলের সঙ্গে সহজ হয়ে গিয়েছিলাম।"
advertisement
জ্যাকলিনের কথা শেষ হতেই শুরু রণবীরের খুনশুটি। রসিকতার সুরে তিনি বলেন, "এত জোরে চড় মারে যে আমার চোয়াল ভেঙে যায়। বরফ দিতে হয়েছিল।"
আরও পড়ুন: TRP-তে বড় চমক! ফের জগদ্ধাত্রীর জয়জয়কার! প্রথম সপ্তাহেই বাজিমাত এই সিরিয়ালের
আরও পড়ুন: শাশুড়ি দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন বৌমার, দ্বিতীয় বিয়ে ফড়িংয়ের, ব্যাঙ্কবাবু কোথায়
দুই যমজ ভাইকে ঘিরে আবর্তিত ছবির গল্প। অথচ একে অপরকে কখনও দেখেনি তারা ছবিতে রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। দুই নায়কের দুই নায়িকা। পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। এ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরুণ শর্মা, মুরলি শর্মা, সঞ্জয় মিশ্রকে।
অদ্ভুতুরে সব কাণ্ড, মজার সংলাপ, নাচ-গান, দর্শকদের হালকা চালের ছবি উপহার দিচ্ছেন রোহিত। আপাতত তারই প্রচারে ব্যস্ত 'সার্কাস'-এর তারকারা। শুক্রবার পর্দায় এসেছে ছবিটি।