TRENDING:

Iti Memories: সমদর্শীর ‘ইতি মেমোরিজ’, গানের সুরে প্রেমের আবহ শহরে

Last Updated:

পোস্টার, ট্রেলারে এর আগেই সাড়া ফেলে দিয়েছিল সমদর্শী দত্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘ইতি মেমোরিজ’। আর এ বার শহরে ছড়িয়ে পড়ল মন কেমন করা গান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্মৃতির শহর কলকাতায় প্রেমের উষ্ণতা নিয়ে এসেছে মল্লার। চেনা গলির আনাচে কানাচে খুঁজে নেবে সে তার আহেরিকে। শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে সুরের অনুরণন।
আসছে সমদর্শীর ‘ইতি মেমোরিজ’, গানের সুরে প্রেমের আবহ শহরে
আসছে সমদর্শীর ‘ইতি মেমোরিজ’, গানের সুরে প্রেমের আবহ শহরে
advertisement

পোস্টার, ট্রেলারে এর আগেই সাড়া ফেলে দিয়েছিল সমদর্শী দত্ত পরিচালিত ওয়েব সিরিজ ‘ইতি মেমোরিজ’। আর এ বার শহরে ছড়িয়ে পড়ল মন কেমন করা গান।

Klikk OTT-তে স্ট্রিমিং শুরু হয়েছে এই সিরিজের। ইতিমধ্যেই শহরে ইতিউতি চোখে পড়েছে পোস্টার। সম্প্রতি লেক টেরেসের ক্যাফে ১৭ এ-তে হয়ে গেল এক জমজমাট আড্ডা। আসল উদ্দেশ্য সিরিজের গানের অ্যালবাম প্রকাশ করা। তবে শুধু গান নয়, গায়ক, গায়িকা, সঙ্গীত পরিচালক থেকে অভিনেতা, পরিচালক সকলেই যোগ দিয়েছিলেন এই বিশেষ আড্ডায়। এ ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব শ্রাবণ ভট্টাচার্যের। সঙ্গীতকার অরিত্র সেনগুপ্ত, ঋতম সেনের পাশাপাশি রয়েছেন ও পার বাংলার ইমতিয়াজ মাহমুদও। গানগুলি গেয়েছেন অমৃতা সিং, দুর্নিবার সাহা, ঈশান মিত্র, অভিষেক চক্রবর্তী প্রমুখ।

advertisement

আরও পড়ুন- ওটিটি থ্রিলারের ভিড়ে ভালবাসার উষ্ণ পরশ, সমদর্শী দত্তর পরিচালনায় আসছে ‘ইতি Memories’

‘সব ক’টি পথ ঘুরে’ বা ‘একা থাকার গান’ যেন মন কেমনের দেশ নিয়ে যায়। আবার ‘জাদুকরী’ বুলিয়ে দেয় যেন কোন মায়াবি স্পর্শ। এর আগে ‘ইতি মেমরিজ’-এর পোস্টারে দেখা গিয়েছিল কলকাতার বহমান ভালবাসা। বড় সাধের ভিক্টোরিয়া সৌধের আনাচে কানাচে জন্ম নেওয়া, হারিয়ে যাওয়া প্রেমকথাদের স্মৃতিমেদুরতা। বিরহের আভাস। তবে আহেরি-মল্লারের প্রেমের বাঁধন যে আলগা হওয়ার নয়, তাদের কায়িক ভঙ্গি তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল। মন কেড়েছিল দর্শকের, বাড়িয়ে তুলেছিল ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার প্রতীক্ষাও।

advertisement

ভালবাসা যেমন চারপাশে স্মৃতির ইঙ্গিত ফেলে রাখে, তেমনই ইঙ্গিত ফেলে রাখছে এই সিরিজ। সমদর্শী ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন আমাদের সবার গল্প কোথাও একটা গিয়ে মিশে যেতে চলেছে তাঁর পরিচালিত ওয়েব সিরিজের প্রতি পরতে। এখানে প্রতিদিনের ভালবাসারই ডাক- পাতা ঝরার মরশুমে চোখে চোখ রেখে এক হৃদয় অন্যে পড়ার শব্দ, যেভাবে হিম নেমে আসে হেমন্তের বাতাসে। Klikk OTT-র দিকে এখন সবার চোখ, ওয়েব সিরিজ তো সেখানেই দেখা যাবে!

advertisement

সমদর্শীর এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, তানিকা বসু, অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ, কৌশিক শীল, অয়ন্তিকা নাথ প্রমুখ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Iti Memories: সমদর্শীর ‘ইতি মেমোরিজ’, গানের সুরে প্রেমের আবহ শহরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল