সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বিতর্কে তাঁর নাম জড়িয়েছে। তাঁর সড়ক টু-র ট্রেলার ডিসলাইকের রেকর্ড করেই যাচ্ছে। তার মধ্যে পাকিস্তানের সঙ্গীত শিল্পী সেজান সালিম ওরফে জো জি-র অস্বস্তিতে ফেলা অভিযোগ ৷ মহেশের ‘সড়ক টু’-র ট্রেলার একের পর এক লজ্জার রেকর্ড গড়েই যাচ্ছে। বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে ট্রেলার। শুক্রবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত ভিডিওটি লাইক পেয়েছে ৪.৭৯ লক্ষ। ডিজলাইক ৮৮ লক্ষ !
advertisement
ইউটিউবের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ট্রেলার। ২৪ ঘণ্টায় ডিসলাইক পাওয়ার নজিরও গড়ে ফেলেছে এই ট্রেলার। ৯৬% ডিজলাইক। ইউটিউবের ইতিহাসে এই নজিরও নেই। ইতিমধ্যেই ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিওর মধ্যে প্রথম পাঁচে ঢুকে পড়েছে সড়ক ২-এর ট্রেলার।
১ কোটি ৮১ লক্ষ ডিসলাইক নিয়ে তালিকায় প্রথম YouTube Rewind 2018। দ্বিতীয় জাস্টিন বিবারের বেবি পেয়েছে ১ কোটি ১৫ লক্ষ ডিজলাইক। তৃতীয় YouTube Rewind 2019 ৯০.৯৭ লক্ষ ডিজলাইক। ৮৮.৮৩ লক্ষ ডিসলাইক নিয়ে তালিকায় চতুর্থ "Baby Shark Dance"। প্রবণতা যা তাতে তিন নম্বরে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না সড়ক টু-র ট্রেলার।
এক উঠতি নায়কের প্রতি আবেগের তুমুল স্রোতের ধাক্কাতেই অবরুদ্ধ সড়ক টু। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে ফের নেপোটিজম বিতর্ক বলিউডে। তাতেই বিদ্ধ প্রবীণ পরিচালক মহেশ ভাট।