TRENDING:

Pippa: 'পিপ্পা'র গান নিয়ে শেষ নেই বিতর্কের! কিন্তু কেমন হল ঈশান খট্টর, মৃণাল ঠাকুরের এই ছবি

Last Updated:

এটি যুদ্ধবিষয়ক চলচ্চিত্রের ধারায় নতুন সংযোজন। ক্যাপ্টেন বলরাম সিং মেহতা এবং তাঁর ভাইবোনদের জীবনের উপর ভিত্তি করে এই গল্পের সূচনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  রাজা মেনন পরিচালিত, পিপ্পা, ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার বই, দ্য বার্নিং চ্যাফিস-এর উপর ভিত্তি করে অভিনীত। এটি যুদ্ধবিষয়ক চলচ্চিত্রের ধারায় নতুন সংযোজন। ক্যাপ্টেন বলরাম সিং মেহতা এবং তাঁর ভাইবোনদের জীবনের উপর ভিত্তি করে এই গল্পের সূচনা। যাঁরা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পূর্ব ফ্রন্টে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন তাঁদের নিয়েই এই গল্প। ভারত-পাকিস্থান ১৯৭১ সালের যুদ্ধে সোভিয়েত-নির্মিত পিটি-৭৬ বলরাম সিংয়ের নেতৃত্বে পাকিস্তানের এম২৪ চ্যাফি ট্যাঙ্কের উপর জয়লাভ করেছিল। .
advertisement

প্রথমেই শুরু করা যাক এর কোরিওগ্রাফ থেকে, ছবিতে কোরিওগ্রাফে যুদ্ধের দৃশ্য যথাযথ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ যুদ্ধদৃশ্য দেখতে দেখতে দর্শকরা তৎকালীন পরিস্থিতিকে দৃশ্যত অনুভব করতে পারবেন। ছবিতে ক্যাপ্টেন রাম মেহতা, ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতা এবং তাঁর বোন ক্রিপ্টোগ্রাফার রাধা মেহতার গল্পকে একত্রিত করে এই ছবির ট্যাপেস্ট্রি তৈরি। বলরাম মেহতার ট্যাঙ্ক স্কোয়াড্রনের নেতৃত্ব এবং শেষ পর্যন্ত ভারতকে বিজয় প্রদানের গল্প নিঃসন্দেহে দর্শকদের আবেগকে উদ্রেক করে।

advertisement

আরও পড়ুন: নজরুলগীতি বিকৃতির অভিযোগে বিপাকে রহমান! এবার নিন্দায় ফেটে পড়লেন চুরুলিয়াবাসী

বলরাম সিং মেহতা চরিত্রে ঈশান খট্টর যথাযথ সংযোজন। আর্মির ফ্লার্টেটিং ক্যাপ্টেন থেকে শুরু করে দিল্লির সদর দফতরের এক অফিসার রক্ষণাবেক্ষণের রিপোর্ট এবং অবশেষে এক সাহসী ট্যাঙ্ক কমান্ডার- ঈশান চরিত্রটির প্রতি যথেষ্ট ন্যায়বিচার করেছেন। গল্পে অল্পবয়স্ক একটি ছেলের দুর্বলতাকে সামনে নিয়ে এসেছেন যে একদিকে ভারতীয় সেনাবাহিনীকে নেভিগেট করতে, যুদ্ধে নিজের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং পরিবারের সঙ্গে তার জটিল সম্পর্কের বিন্যাস সামলেছে।

advertisement

আরও পড়ুন: এই ৭ ছবির অফার ফিরিয়েছিলেন ক্যাটরিনা! পরে সেইগুলিই হয় ব্লকবাস্টার

ছবিতে অসাধারণ নানা দৃশ্যের মধ্যে রয়েছে ঈশান, ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার ভূমিকায়, ভারতীয় সেনাবাহিনীর ৪৫তম ক্যাভালরি বাহিনীর নেতৃত্বে সামনে এগোচ্ছেন। ফিল্ড মেজরের হার এবং রাম মেহতার অসাধারণ স্থিতিস্থাপকতার কথাও বলতে হয়, যখন তিনি পাকিস্তানি জঙ্গিদের হাতে বন্দী হন। মেজর দলজিৎ সিং নারাংয়ের চরিত্রটিকে একটি সঠিক দিকে চালিত করে এবং উপযুক্ত সময়ে স্ক্রিনে উপস্থিত করে পরিচালক নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। অভিনেতা চন্দ্রচূড় রাইও সুন্দর ভাবে অভিনয় করেছেন।

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেশন সার্চলাইটের গণহত্যাকে চিত্রিত করার প্রথম দৃশ্য থেকেই এ আর রহমানের সঙ্গীত চলচ্চিত্রে গভীরতা যোগ করেছে। মৃণাল ঠাকুর রাধা চরিত্রে সুবিচারই করেছেন বলা যায়। এক যত্নশীল বোনের চরিত্রে তাঁর অভিনয়ের বাস্তবতা থেকে বিচ্যুতি ঘটেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে পিপ্পাতে বিশেষ কিছু ত্রুটিও রয়েছে, বিশেষ করে ছবির দ্বিতীয়ার্ধে, যেখানে স্ক্রিনের পেসিং আরও মজবুত হতে পারত। যদিও এই চলচ্চিত্র এক অর্থে বাংলাদেশের জন্মকে ঘিরে বিশৃঙ্খলা ও তৎপরবর্তী যুদ্ধের ঘটনাকে সুন্দর ভাবেই মঞ্চায়ন করেছে তবে, সংলাপ এবং কিছু নির্দিষ্ট স্থানে সংলাপের ব্যবহারে নাটকীয়তা চলে এসেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pippa: 'পিপ্পা'র গান নিয়ে শেষ নেই বিতর্কের! কিন্তু কেমন হল ঈশান খট্টর, মৃণাল ঠাকুরের এই ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল