TRENDING:

‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘সঞ্জু’। এক সপ্তাহে ২০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। এমনকী ৩০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই ঢুকে পড়েছে রণবীর কাপুর স্টারার এই ছবি ৷ সঞ্জয় দত্তের জীবনের একাধিক আলোচিত ও বিতর্কিত ঘটনাকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা রাজকুমার হিরানি। আর রঙিন জীবনের অধিকারী সঞ্জয় দত্তকে দারুণ সাবলীলভাবে ফুটিয়ে তুলে ক্যারিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছেন রণবীর কাপুর।
advertisement

এর মধ্যেই এই ছবি নিয়ে আরও একটি তথ্য সামনে এসেছে ৷ জানা গিয়েছে, ‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন আসল সঞ্জু ৷ এখন পর্যন্ত সঞ্জয় দত্ত, পরিচালক বা প্রযোজক কেউই এ বিষয়ে কিছু জানায়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সঞ্জয় দত্ত এই ছবির জন্য এককালীন বিশাল অঙ্কের টাকা ছাড়াও ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশও পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

জানা গিয়েছে, সঞ্জয়ের জীবনের একাধিক অধ্যায় নিয়ে তৈরি ‘সঞ্জু’ ছবির কাহিনি বিক্রির জন্য সঞ্জয় দত্তের সঙ্গে বিশাল দর কষাকষি করা হয়। শেষমেশ ১০ থেকে ১১ কোটি টাকায় সমঝোতা হয়। এ ছাড়া ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশ সঞ্জয় দত্তকে দেওয়ার চুক্তি করেন প্রযোজক বিধুবিনোদ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত?