TRENDING:

দীপিকার বোল্ড ফোটোশ্যুট দেখে রেগে গেলেন বনশালি !

Last Updated:

কিছুতেই মেনে নিতে পারছেন না সঞ্জয়লীলা বনশালি ৷ বার বার প্রশ্ন তুলছেন, কেন দীপিকা এমনটা করলেন? যেখানে দীপিকা হলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিছুতেই মেনে নিতে পারছেন না সঞ্জয়লীলা বনশালি ৷ বার বার প্রশ্ন তুলছেন, কেন দীপিকা এমনটা করলেন? যেখানে দীপিকা হলেন পদ্মাবতীর নায়িকা, সেখানে দীপিকা একের পর এক বোল্ড ফোটোশ্যুট করে চলেছেন!
advertisement

বলিউডের কানাঘুষোয় রটছে এরকমই খবর, সঞ্জয়লীলা বনশালি নাকি খুবই রেগে দীপিকার ওপর ৷ আর কারণ একটাই, দীপিকার সাম্প্রতিক ফোটোশ্যুট ৷ শোনা যাচ্ছে, লোকজনকে বনশালি নাকি এটাও বলে বেড়াচ্ছেন, এমনিতেই পদ্মাবতী ছবি নিয়ে প্রচুর বিতর্ক চলছে ৷ সে জায়গায় দাঁড়িয়ে দীপিকা যদি একের পর এক বোল্ড অবতারের ধরা দেন, তাহলে তো বিতর্ক আরও বাড়বে ৷ আমার মনে হয় দীপিকার এরকম করা একেবারেই উচিত নয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি দীপিকা সাদা রঙের এক ছোট্ট পোশাকে একটি বোল্ড ফোটোশ্যুটে ধার দিয়েছেন ৷ তার এই উষ্ণ অবতার সোশ্যাল নেটওয়ার্কে আগুন লাগিয়েছে ৷ সবাই বাহবা দিয়েছেন দীপিকার এই অবতারকে ৷ তবে দীপিকার এই রূপের জন্যই রেগে রয়েছেন বনশালি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকার বোল্ড ফোটোশ্যুট দেখে রেগে গেলেন বনশালি !