TRENDING:

দীপিকার জন্য পারিশ্রমিক কমালেন রণবীর সিং !

Last Updated:

কোথায় কী? এই তো কিছুদিন আগে রটেছিল দীপিকা-রণবীর নাকি আলাদা হচ্ছেন ৷ প্রেম ভাঙছে দু’জনের মধ্যে ৷ তবে সেই রটে যাওয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কোথায় কী? এই তো কিছুদিন আগে রটেছিল দীপিকা-রণবীর নাকি আলাদা হচ্ছেন ৷ প্রেম ভাঙছে দু’জনের মধ্যে ৷ তবে সেই রটে যাওয়া খবরকে একেবারে মিথ্যে প্রমাণ করতে, কোমর বেঁধে নেমে পড়েছেন রণবীর সিং !
advertisement

ভাবছেন আবার নতুন কী হল দু’জনের মধ্যে ? প্রেম মানেই তো আত্মত্যাগ ! আর সেই আত্মত্যাগটাই এখন করছেন রণবীর সিং ৷ তাও আবার কেরিয়ারের উর্ধ্ব গগণে থেকে !

ব্যাপারাটা হল, পরের বছরের প্রথম মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সঞ্জয়লীলা বনশালির ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিং ৷ আর এই শ্যুটিং নিয়েই নানারকম খবর আসছে সামনে ৷ এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শাহিদ কাপুরকে ৷ স্টার কাস্ট মোটামুটি তৈরি ৷ কিন্তু খবরটা হল এই ছবির পারিশ্রমিক নিয়েই ৷

advertisement

শোনা গিয়েছে, এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১১ কোটি টাকা ৷ যা কিনা রণবীর ও শাহিদের থেকে অনেক বেশি ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, সঞ্জয়লীলা বনশালি আমাকে বলেছিল এই ছবিটা তাঁকে বানাতেই হবে ৷ আর তার জন্য আমাকে পারিশ্রমিক কম নিতে অনুরোধ করেছিল ! রণবীরের এই কথা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে দীপিকার জন্যই নিজের পারিশ্রমিক কমিয়েছেন !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নায়কের থেকে বেশি পারিশ্রমিক নেওয়া দীপিকার ক্ষেত্রে প্রথম নয়, এর আগে পিকু ছবিতেও অমিতাভের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা !

বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপিকার জন্য পারিশ্রমিক কমালেন রণবীর সিং !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল