প্রথমবারের মতো ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবিতে জুটি বাঁধেন দেব ও শুভশ্রী। শোনা যায়, সেই সিনেমা থেকেই ধীরে ধীরে সম্পর্ক হয় তাঁদের। তারপর দেব-শুভশ্রী একের পর এক হিট ছবি করেন। সেই তালিকায় রয়েছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’। তারপরেই তাঁদের ব্রেকআপ হয়। যদিও সম্পর্কে থাকাকালীন তাঁরা নিজেদের ‘ভাল বন্ধু’ বলতেন। আবার দেব-শুভশ্রী একসঙ্গে জুটি বাঁধে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় ‘ধূমকেতু’-তে, ২০১৬ সালে। যদিও, বিভিন্ন অভ্যন্তরীণ কারণে এখন পর্যন্ত মুক্তি পায়নি সেই ছবি। এখন শুভশ্রী রাজ-ঘরনি। ২০১৮ সালে, পরিচালক রাজ চক্রবর্ত্তীকে বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সে এখন এক পুত্র সন্তানের মা। পৃথিবীতে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তানও। অন্যদিকে, দেব নিজের প্রযোজক সংস্থা শুরু করেন। বর্তমানে, তিনি মডেল-অভিনেত্রীর রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে আছেন।
advertisement
আরও পড়ুন- আলতো আলিঙ্গন, শোভনের বাহুডোরে বৈশাখী! বন্ধুত্ব-দিবসে আদরমাখা পোস্ট…
নিজেদের সবসময়েই বন্ধু বলেছেন তাঁরা। একে অপরের সম্পর্কে কোনও অসূয়া প্রকাশও করেননি। রাজ চক্রবর্তীকেও কখনও দেবকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি। তবে আবার প্রলয়ের সাংবাদিক বৈঠকে একটু আলাদা প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজকে। এক সাংবাদিক হঠাৎই প্রশ্ন করেন, দেব-শুভশ্রীর জুটিকে ফিরিয়ে আনার কোনও ইচ্ছে আছে কি না? রাজ বলেন, ‘১১ তারিখ রিলিজ করছে আবার প্রলয়। আমি সেটার উপরেই ফোকাস করছি। আগামী দিনে কী করব সেটা আগামী দিনেই দেখা যাবে।’
ধারাবাহিক, ছবির পর ওটিটি হাতেখড়ি রাজ চক্রবর্তীর। সিরিজের নাম ‘আবার প্রলয়’। ২০১৩ সালে তাঁরই তৈরি ‘প্রলয়’-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে সিরিজটি। মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়। রাজ পরিচালিত ক্রাইম থ্রিলারে তাঁকে দেখা গিয়েছিল এক ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে। নাম অনিমেষ দত্ত। সেই চরিত্রকেই এ বার ওটিটি-তে ফেরাতে চলেছেন রাজ। সিরিজের টিজার পোস্ট করে তিনি লেখেন, ‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’
২০১৩ সালে ‘প্রলয়’ সফল হয়েছিল বক্স অফিসে। শাশ্বত অভিনীত চরিত্রটি ছাপ ফেলেছিল দর্শক-মনে। এক দশক পরেও নেটমাধ্যমে ঘুরপাক খায় অনিমেষ দত্তের নানা কথা, তৈরি হয়েছে অসংখ্য মিমও। এ বার সেই চরিত্রকেই ফের চাক্ষুষ করার সুযোগ। প্রলয়ে অপেক্ষায় দিন গুনছে দর্শক। শাশ্বত ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো তাবড় তারকাদের।