না, তিনি রাজ কপূরের বংশধর নন, তবে তাঁর চার্মে মুগ্ধ বলিপ্রেমী। নাম, আদিত্য রয় কপূর।
আরও পড়ুন: অনেক তো হল প্রেম প্রেম খেলা, এবার সোজা ছাদনাতলা, রাহুল -আথিয়ার বিয়ে
কবে থেকে বলিপাড়ার এই কপূরের সঙ্গে নাম জড়াল অনন্যার, কেনই বা জড়াল, তার উত্তর স্পষ্ট না হলেও জানা গিয়েছে, দু'জনের মধ্যে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে। কিন্তু কেউই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন। পাপারাৎজিরা নাকি দুই তারকাকে এক ফ্রেমে পাওয়ার জন্য ফাঁদ পেতে রেখেছেন৷ কিন্তু হায়, তাঁদের ভাগ্য খোলেনি এখনও পর্যন্ত।
advertisement
'আশিকি ২' মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, শ্রদ্ধা কপূরের সঙ্গে প্রেম করছেন আদিত্য। কিন্তু আদিত্য কোনও দিনও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জনসমক্ষে টুঁ শব্দ করেননি। এ বারও সে রকমই সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: হানিমুনে নিজেরই বন্ধুদের সঙ্গে সঙ্গমে জোরাজুরি স্বামীর! ভয়াবহ অভিজ্ঞতা করিশ্মার
সময়ই বলবে, অনন্যা-আদিত্যর এই সম্পর্কের গুঞ্জন সত্যি নাকি এও আর একটি গুজব মাত্র?