আমরা আজকাল কেউ মারা গেল তাঁর ছবি দিয়ে...লিখে ফেলি ‘ভাল’ বাংলায় বা ইংরেজিতে নানা কথা ৷ আর #RIP তো জলভাত ৷ কিন্তু সত্যিই কী অনুভব করতে পারি সেই মানুষটাকে হারিয়ে ফেলার জায়গাটা ৷ জানি এই নিয়ে তর্ক উঠতে পারে ৷ তবে তর্কের সময় এটা নয় ৷
প্রয়াত ইরফান খান ৷ বলিউডের অন্যতম সেরা অভিনেতা ৷ তাঁর মৃত্যুর খবরের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ইরফান খান ৷ বার বার #RIP ৷ খবরের ছড়াছড়ি ৷ আর সব কিছুই এই অনলাইনে৷
advertisement
করোনার প্রকোপে এমনটাই জর্জড়িত আমরা, যে প্রিয় ‘নায়ক’ চলে গেলেন নিশ্চুপে ৷ না রাজপথে ফুলে সেজে শবযাত্রা বের হল, না তাঁর লাইভ টেলিকাস্ট ৷ করোনা আর লকডাউনে ফাঁদে পড়ে গেলেন ইরফান ৷ সোশ্যাল নেটওয়ার্কে ট্রেন্ডিং হলেও, বাস্তবে মাত্র ১২ জন তাঁর শেষ যাত্রায় ৷
ইরফানের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের লোকজন৷ ছিলেন পরিচালক তিগমাংশু ধুলিয়া, বিশাল ভরদ্বাজের মতো পরিচালকেরা ৷
যতদিন তিনি বেঁচেছেন দর্শকদের উপহার দিয়েছেন দারুণ অভিনয়, এমনকী, শেষ ছবিতেও কামাল করেছিলেন ইরফান ৷ মারণ রোগ ক্যানসার ধরা পড়ার পর থেকে ট্যুইটারে জীবনের কথা বললেন তিনি ৷ গাইতেন একটাই গান...লগ জা গলে...আজ সেই ইরফানকেই চলে যেতে হল নিশব্দে !
এই যেন নতুন শিক্ষা দিয়ে গেলেন ইরফান৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েও, তাঁর শেষযাত্রায় মাত্র ১২ জন !
