ঈশিকার লাইমলাইট, ঈশিকার আক্ষেপ...
‘দেখুন, সেক্রেড গেম আমাকে যে লাইমলাইট এনে দিয়েছে, তা নিয়ে সত্যিই আমি খুশি ৷ তবে সঙ্গে একটু আক্ষেপও রয়েছে ৷ একজন ট্যালেন্টেড অভিনেত্রী হয়েও আমি আমার জায়গা অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে সুযোগ পায়নি ৷ আমাকে সেভাবে ব্যবহারই করা হয়নি ৷ এই খারাপ লাগার জায়গাটা তো রয়েইছে৷ সঠিক সুযোগ পেলে হয়তো অভিনেতা হিসেবে মাটি খুঁজে পাওয়াটা একটু সহজ হতো ৷ আমার মনে হয়, আমাকে ব্যবহার করা যেতে পারত ৷ তবে হ্যাঁ, সেক্রেড গেমের পর ছবিটা একটু বদলেছে ৷ মুম্বইতে আমি প্রচুর কাজের অফার পাচ্ছি ৷ কিন্তু সেক্রেড গেম আমার মুম্বইয়ে করা প্রথম কাজ নয় ৷ অনুষ্কা শর্মার পরী ছবিতেও অভিনয় করেছিলাম ৷ তবে আমার দৃশ্যটা এডিটের টেবিলে কেটে দেওয়া হয় ! তবে জনপ্রিয়তাটা সেক্রেড গেম-ই দিয়েছে ৷’
advertisement
নান্দিকারের সঙ্গে অভিনয় করতেন ঈশিকা ৷ অভিনেতা হওয়ার ইচ্ছেটা প্রথম থেকেই ৷ তবে পরিবারের লোকজন, আত্মীয়সজ্জনের রক্তচক্ষু ৷ মেয়ে হবে অভিনেতা? এমনকী, এই নিয়ে বাকবিতন্ডাও কম ছিল না ৷ বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল ঈশিকার সঙ্গে ৷ তবে ‘কনফিডেন্ট’ ঈশিকা জানতেন, অভিনয়টা তিনি পারেন, পারবেন ৷ আর সেই সাহসেই মুম্বইয়ে পাড়ি দেওয়া !
Photo : Netflix
কিন্তু, যৌনদৃশ্যে ‘ভাইরাল’ ! লোকে তো গুগল সার্চও করছেন..
উত্তর দিতে কিছুটা সময় নিলেন ঈশিকা, তারপর অনর্গল... ‘আসলে, ব্যাপারটা যে ভাইরাল হবে, তা আগে থেকে জানা ছিল না ৷ এমনকী, আমি জানতামই না দৃশ্যটা এতটা বোল্ড হবে ৷ তবে হ্যাঁ, এই ধরণের দৃশ্য ভাইরাল-ই হয় ৷ এই ‘ভাইরাল’ শব্দটাকে মাথা পেতে গ্রহণ করতে রাজি ৷ তবে একেবারেই তা পজেটিভ সেন্সে ৷ আসলে, আমাদের সমাজে ‘সেক্স’ ব্যাপারটা তো এখনও ট্যাবু ৷ মানে অনেকটা ঘোমটার তলায় থাকা...এটা যতদিন না যাচ্ছে, ততদিন ‘ভাইরাল’ মানেটা ভুলভাবেই ব্যবহার হবে ৷ তবে আশা করি, এই মানসিকতা বদলে যাবে, কারণ অনেকেই এখন নানারকম কাজ করছে ৷ তবে সত্যিই বলতে কি, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনও ধরণের বিদ্রুপ পায়নি ৷ কোনও সমালোচনাও হয়নি দৃশ্যটা নিয়ে ৷ আমি কিন্তু শুধু প্রশংসাই পেয়েছি ৷
কেরিয়ারের শুরুতেই ট্যাগ হয়ে গেলে ?
দেখুন, আমি কারও মানসিকতা বদলে দিতে পারব না ৷ আমাকে একটু বেছে নেওয়ার ক্ষমতা তৈরি করতে হবে৷ আমি খুব নতুন এই ইন্ডাস্ট্রিতে ৷ আগে থেকে হয়তো বুঝব না, কোনটা সঠিক নির্বাচন, কোনটা নয় ৷ হ্যাঁ, তবে ব্র্যান্ড, পরিচালক দেখে সিদ্ধান্ত নিতে হবে ৷ তাহলেই হয়তো ট্যাগ হওয়া থেকে বিরত থাকতে পারব ৷ এই যেমন ‘সেক্রেড গেম’-এর অডিশনে আমার অভিনয় দারুণ প্রশংসা পায় ৷ আমাকে অন্য আরেকটি চরিত্রের জন্যও বলা হয়েছিল ৷ তবে সেই চরিত্রটায় একটু পুরুষালি লুক দরকার ছিল ৷ আমি তা একেবারেই নই ৷ তবে আসল উত্তেজনাটা শুরু হয়, শ্যুটিং শুরুর পর ৷ অনুরাগ স্যার (অনুরাগ কাশ্যপ) আমার পারফরম্যান্স দেখে প্রচণ্ড খুশি হয়েছিল ৷ শ্যুটের পর আমাকে জড়িয়ে ধরেছিল ৷ মুকেশ ছাবড়াকে ফোন করে আমার প্রশংসা করেছিল ৷ আমি নিজেই ভাবছিলাম, আমি কি সত্যিই এত ভালো করেছি ৷ অনুরাগ স্যার থেকে নওয়াজ সবাই প্রশংসা করছিল ৷ এই প্রশংসাই গুলো ট্যাগ হয়ে থাক বরং ৷ ’
নওয়াজের মতো বড়মাপের অভিনেতার সঙ্গে ‘যৌনদৃশ্য’ অভিনয় ৷ ভয় লাগেনি ?
একদমই নয়, নওয়াজ স্যার খুবই ডাউন টু আর্থ একজন মানুষ ৷ আমাকে বুঝতেই দেননি, আমি নিউকমার৷ নিজে হাতে কোল্ডড্রিঙ্ক এগিয়ে দিচ্ছেন, ডায়লগ নিয়ে আলোচনা হচ্ছে ৷ হয়তো এভাবে অজান্তেই একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যাওয়াতে দৃশ্য শ্যুটে কোনও অসুবিধাই হয়নি !
আর বাড়ির লোকের রিয়্যাকশন ?
‘সেক্রেড গেম’-এর পর একমাত্র বাবার সঙ্গে আমার কথা হয়নি ৷ এমনকী, আমি বাবাকে ফেসবুক থেকেও ব্লক করেছি ৷ তবে হ্যাঁ, মায়ের মিশ্র প্রতিক্রিয়া ৷ মা শুধু চিহ্নিত পাড়ার লোককে কী ভাবছে তা নিয়ে ৷ তবে আমি কিন্তু আমার বন্ধু-বান্ধব সবার থেকেই দারুণ প্রশংসা পেয়েছি ৷ এমনকী, কলকাতায় থাকা আমার কিছু অভিনেতা বন্ধুরাও আমাকে দেখে মুম্বই আসার কথা ভাবছে ৷ আমি কাউকে অনুপ্রাণিত করতে পারছি ৷ এটা কি কম পাওয়া?
‘সেক্রেড গেম’ থেকে পাওয়া লাইমলাইট নিয়েই এখন বড্ড ব্যস্ত হাওড়ার মেয়ে ঈশিকা দে ৷ একের পর এক ওয়েব সিরিজের অফার শুধু নয়, পরের ছবিতে সইফ আলি খানের সঙ্গেও অভিনয় করতে চলেছেন তিনি ৷ নিজেকে গ্রুম করছেন ৷ আর লক্ষ্য রাধিকা আপ্টে, নন্দিতা দাস ও কঙ্কনা সেনশর্মার পরেই নিজের নামটা দেখতে পারার ৷ আর এরই মাঝে তিনজন রুমমেট, বাড়ি থেকে দূরে একলা জীবন-যাপন ও মুম্বই শহর ৷ ঈশিকা লিখে চলেছেন বাসন্তী দেবী কলেজের এক ছাত্রীর মুম্বই পাড়ির গল্প ! যা কিনা পরে হয়তো ফের ভাইরাল হয়ে পড়বে ....
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন