মৃত্যুকালে অঙ্কিতের বয়স হয়েছিল মাত্র ২৯বছর। একটি ইনস্টাগ্রামের পোস্টে গনিকা খুরানা প্রথম এই মৃত্যুর খবর সামনে আনেন। এরপরেই তা নিশ্চিত করেন ইনশা।
ওই ইন্সটাগ্রাম পোস্টে গনিকা লেখেন, “একজন সুস্থ স্বাভাবিক মানুষের ঘুমের মধ্যে এই পরিণতি মেনে নেওয়া যায় না। তাই দয়া করে যারা দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছেন না তাঁরা ভুক খবর প্রচার করবেন না। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় IT রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয়?
এই প্রসঙ্গে ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লেখেন, “অঙ্কিত, তুমি আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গেলে। ভগবান কতটা ভাগ্যবান। এটা একদমই ঠিক নয়। দেড় বছর ধরে আমরা সঙ্গে আছি কিন্তু সবকিছু হঠাৎ থেমে গেল। ভাবছি এটা একটা স্বপ্ন, আমি ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার পাশে ঘুম ভাঙছে।”
ইন্সটাগ্রামে রীতিমত জনপ্রিয় ছিলেন এই দম্পতি। মূলত বিভিন্ন মজার মজার কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তাঁরা জনপ্রিয় হয়ে ওঠেন। গত বছর ফেব্রুয়ারিতেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন আর বছর ঘুরতেই অঘটন।