নেটাগরিকদের কারও মতে শাড়িতেই মিষ্ঠি লাগে আদরের মিঠাইকে। অনেকে আবার সেই কথায় মোটেও সন্তুষ্ট নন। তাঁদের মতে, দার্জিলিং ঘুরতে গিয়ে, যে ভাবে মেক-ওভার হয়েছে মিঠাইয়ের, তাতেই বেশি ভাল লেগেছে মিঠাইকে। কারণ, এখনকার দিনে বাড়ির বউয়েরা সবসময়ে শাড়ি পড়ে না। বরং সব পোশাকেই স্বচ্ছন্দ তারা। আর যেখানে টেস অর্থাৎ তোর্ষা সব ধরনের পোশাক পরে একই বড়ির বউ হয়ে, সেখানে মিঠাই কেন পরবে না!
advertisement
আরও পড়ুন: বিদেশের মাটিতে কাঁচা বাদামের তালে অন্য মাত্রায় নাচলেন 'ডান্স গুরু' টেরেন্স লুইস, ভাইরাল ভিডিও
উল্লেখ্য, সম্প্রতি সিদ্ধার্থ মোদক যাতে ভালবাসা প্রকাশ করতে পারে 'মিঠাইরাণী'র প্রতি, সেই জন্য দাদাই এবং ঠাম্মি প্ল্যান বানিয়ে তাঁদের পাহাড়ে নিয়ে যান। সেখানে নানা রূপে দেখা গিয়েছিল মিঠাই এবং ঠাম্মি দু'জনকেই। মিঠাইয়ের মেক-ওভার দেখে চমকে গিয়েছিল খোদ 'উচ্ছেবাবু'। তবে মোদক পরিবারের প্ল্যান সফল হয়েছে। পাহাড়ে গিয়ে মিঠাই হারিয়ে গেলে সিদ্ধার্থ দিশেহারা হয়ে পড়ে। বুঝতে পারে মিঠাই ছাড়া সে একাবারে নিঃস্ব। এমনকি মা'কে সে হারিয়ে ফেলেছে ফলে মিঠাইকে কিছুতেই হারাতে পারবে না বলেও স্বীকার করে নেয়। মিঠাই যে ৩ ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার প্রতিক্ষায় ছিল, সেই 'I Love You' পর্যন্ত বলেছে সিদ্ধার্থ। ফলে এখন দু'জনেই জীবনের খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে রিল লাইফে, তা আর বলার অপেক্ষা রাখে না।