গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর অস্কারের মঞ্চেও জায়গা করে নিয়েছে রাজামৌলির এই বিশেষ গান। 'নাটু নাটু'র অস্কার জয়ের আশায় তাকিয়ে রয়েছেন সকলেই।
তবে এখানেই শেষ নয়, অস্কারের মঞ্চে 'নাটু নাটু' গানে পারফর্ম করবেন খ্যাতনামা নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী লরেন গটলিব। এ ছাড়াও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনিত হয়েছে ভারতের ২ তথ্যচিত্রও।
advertisement
আরও পড়ুন: ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ! এবারের অস্কারে থাকবে না রেড কার্পেট, কেন এমন সিদ্ধান্ত!
বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনিত হয়েছে বাঙালি পরিচালক শৌনক সেনের "অল দ্যাট ব্রিদস "। অস্কারের মনোনয়নের ঝুলিতে স্থান পেয়েছে ভারতের আরও একটি তথ্যচিত্র কার্তিকি গনসালভেস পরিচালিত " দি এলিফ্যান্ট হুইসপার"। গল্পটি এক দক্ষিণ ভারতের দম্পতিকে কেন্দ্র করেই তৈরি।
এ ছাড়াও এবছর অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক হিসাবে জ্বল জ্বল করবেন দীপিকা পাড়ুকন। সব মিলিয়ে অস্কারের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ।