ওড়িয়া ভাষার এই ছবি ইতিমধ্যে ২০২২ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে। তা ছাড়া কেরল, মস্কোর মতো সারা দেশব্যাপী বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে। সঙ্গ এক গুচ্ছ পুরস্কারও।
আরও পড়ুন: আমার ছবি শহুরে নয়, সিঙ্গল স্ক্রিনে চলার ছবি বানাই: পেমেন্দু বিকাশ চাকি
ছবিতে প্রহসনের মোড়কে গল্প বলা হয়েছে। এক বৃদ্ধের গল্প। পর্নোগ্রাফিতে আসক্ত। সিডি ভাড়া করে করে পর্ন দেখার অভ্যাস তাঁর এবং তাঁর কয়েক জন বন্ধুর। এ ভাবেই এক দিন তাঁর হাতে ভুল করে জঁ লুক গোদারের ছবির একটি ডিভিডি হাতে চলে আসে। এর পর থেকে ফরাসি পরিচালকের ছবির নেশায় বুঁদ হয়ে যান তিনি। গ্রামের সবাইকে সে ছবিও দেখান তিনি। তার পরের ঘটনাক্রম দেখানো হয় গল্পে।
আরও পড়ুন: রূপমের বার্থডে উইশ, এখনও বাংলাগানের চিরযুবক নচিকেতায় মজে শহর থেকে গ্রাম
আজ, শুক্রবার ভুবনেশ্বর মুক্তি পেল এই ছবি। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে কলকাতা এবং মুম্বইয়ের প্রেক্ষাগৃহে। ভারত এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় এই ছবিটি তৈরি। এই প্রথম কোনও ওড়িয়া ভাষার ছবি সারা ভারতব্যাপী মুক্তি পাচ্ছে। সে কথা লিখে ছবিটিকে শুভেচ্ছা জানালেন বলি পরিচালক অনুরাগ কাশ্যপ এবং তরণ আদর্শ।