আরও পড়ুনঃ শ্যুটিং সেরে মেট্রো করে বাড়ি ফেরেন রচনা! বড় তথ্য ফাঁস করলেন সুদীপা! ভাইরাল ভিডিও
দীর্ঘসময় সম্পর্কে ছিলেন ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায়। যদিও তাঁদের সেই প্রেম পূর্ণতা পায়নি। ইমন পরবর্তীতে শিল্পী নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিয়ে হয়। অন্যদিকে শোভনের অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্ক হয়। কিন্তু পথ চলা পূর্ণতা পায়নি। বর্তমানে শোভন সিঙ্গল। বহুদিন পর তাই তাঁদের একত্রে দেখে ভীষণই খুশি দর্শকরা। ইমন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁদের দুজনের গানের ভিডিও শেয়ার করেছেন। যেখানে কমেন্টে দর্শকরা তাঁদের ভালবাসা উজাড় করে দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘খুব ভাল লাগছে এক সঙ্গে তোমাদের দেখে।’ আরেক জন লিখেছেন, ‘বহুদিন পর দুজন এক সঙ্গে। শিল্পীদের তো এমনই হওয়া উচিত। তোমরা দুজনই ভীষণ প্রিয়।’
advertisement
ইমন এবং শোভনের গানের সঙ্গে ড্রামস বাজাতে দেখা যায় যিশু সেনগুপ্তকে। শোভন গঙ্গোপাধ্যায় যিশু সেনগুপ্তের ব্যান্ডের সদস্য। যিশু সেনগুপ্তর ব্যান্ড যিশু অ্যান্ড দ্য রেট্রোডিক্সনের প্রযোজনার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শ্রীজাত, সোহিনী সরকার, অঙ্কিতা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায় প্রমুখ। মঞ্চে অবৃত্তি পরিবেশন করতে দেখা যায় কবি শ্রীজাতকে।