একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অর্চনা নিজের মনের কথা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমি এখন আর এই সব মিমে প্রভাবিত হই না, কারণ এগুলো নতুন নয়। আমি শুধু অবাক হই দেখে যে, একজন মানুষ এই সব ছেড়ে রাজনীতিতে গেলেন। তারপরেও তিনি এটার সঙ্গে জড়িয়েই রয়েছেন। আমি কোনওদিন রাজনীতি করিনি। আমার এই শো-তে একটা দায়িত্ব রয়েছে। কিন্তু সিধুর সঙ্গে যখনই কিছু হয় লোকে আমায় নিয়ে মিম বানায়। এটা অবাক করার কিছু নয়।' (Archana Puran Singh on Sidhu)
advertisement
আরও পড়ুন: পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বিশেষ বার্তা কপিল শর্মার, প্রিয় বন্ধুকে লিখলেন...
২০১৭ সাল পর্যন্ত দ্য কপিল শর্মা শো-তে প্রাত্যহিক অতিথির আসনে ছিলেন সিধু। তার পর তিনি রাজনীতিতে প্রবেশ করলে সেখানে আসেন অর্চনা পূরণ সিং। শো-তে মাঝে মাঝে কপিলও অর্চনা সিধুর আসন 'চুরি' করেছেন বলে মজা করেন। এ প্রসঙ্গে অর্চনার আরও বক্তব্য, 'যদি প্রযোজক ও নির্মাতারা চান সিধুকে তাহলে আমার চলে যেতে কোনও অসুবিধে নেই। আমি এগিয়ে যাব অন্য কাজের দিকে।'
আরও পড়ুন: কেউ শাড়ির সাজে মোহময়ী, কেউ নজর কাড়ছেন ছকভাঙা সাজে! বলিউডের অনন্য সুন্দরীরা...
পঞ্জাবের ভোটের পরই আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানকে এমন ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন আরেক কৌতুক শিল্পী কপিল শর্মা। পঞ্জাবি ও ইংরেজিতে লিখে স্ত্রী গিন্নি ছত্রাতের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন কপিল। কপিলের বিয়েতে অতিথি হয়ে এসেছিলেন ভগবন্ত মান। ভগবন্ত মানও আগে একজন কৌতুক শিল্পীই ছিলেন। সেই ভগবন্ত মানই ইতিহাস তৈরি করেছেন পঞ্জাবের বিধানসভা নির্বাচনে। তিনিই হতে চলেছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী।