TRENDING:

ছবির প্রচারে নায়িকা-বিবাদ! একে অপরের গালে ঠাস ঠাস করে চড় কষালেন সোনাক্ষী-হুমা

Last Updated:

তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইজুড়ে নানা মজার ভিডিও ছড়িয়ে। তারই মধ্যে সদ্য একটি ভিডিও দেখে চমকে গিয়েছেন ভক্তরা। যেখানে দেখা যাচ্ছে, দুই নায়িকার মধ্যে প্রবল বিবাদ বেঁধেছে। চড়-থাপ্পড় পড়ছে একে অপরের গালে, মাথায়। কী ব্যাপার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নতুন ছবির প্রচার নিয়ে ব্যস্ত হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা। মাঝে মাঝেই মুম্বই শহরের এখানে ওখানে দেখা দিচ্ছেন দুই নায়িকা। 'ডবল এক্স এল' ছবির প্রচারে বিভিন্ন জায়গায় বডি শেমিং-এর বিরোধিতা করতেও দেখা যায় তাঁদের।
advertisement

এছাড়াও তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইজুড়ে নানা মজার ভিডিও ছড়িয়ে। তারই মধ্যে সদ্য একটি ভিডিও দেখে চমকে গিয়েছেন ভক্তরা। যেখানে দেখা যাচ্ছে, দুই নায়িকার মধ্যে প্রবল বিবাদ বেঁধেছে। চড়-থাপ্পড় পড়ছে একে অপরের গালে, মাথায়। কী ব্যাপার?

সূচনা হয়েছিল, হুমার ম্যাজিক শো দিয়ে। একটি আস্ত ঘড়ি মুখে পুরে ফেললেন হুমা। আসলে দর্শকদের চোখে ধুলো দিয়ে নীচে ফেলে দিয়েছিলেন ঘড়িটা। কিন্ত তার পরেই সোনাকে চমকে দিয়ে ঘড়িটা ফিরিয়ে আনেন। আর চমকে দেওয়ার জন্য হুমা তাঁর সহ-অভিনেত্রীর গালে থাপ্পড় মারেন। একই মস্করা ফিরিয়ে দেন সোনাক্ষীও। উল্টে উথালপাথাল করে চড় মারতে থাকেন হুমাকে।

advertisement

আরও পড়ুন: অক্ষয় বনাম রোহিত হাতাহাতি, ভাইরাল ভিডিও-র পিছনের আসল সত্যিটা কী...

আরও পড়ুন: যশরাজ ফিল্মস-এর সহকারী পরিচালক থেকে নামজাদা নায়িকা, ভূমির 'লুক'-এ ঘায়েল নেটপাড়া

নায়িকাদের এমন মারপিটের ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়ায়। এই ভিডিওটি পোস্ট করে হুমা লিখেছেন, 'সোনাকে ভয় পাই না, তবে সোনার ভক্তদের ভয় পাই।'

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবির প্রচারে নায়িকা-বিবাদ! একে অপরের গালে ঠাস ঠাস করে চড় কষালেন সোনাক্ষী-হুমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল