TRENDING:

‘মহেঞ্জো দারো’ পড়া হয়নি : হৃত্বিক রোশন

Last Updated:

একী বলে ফেললেন হৃত্বিক রোশন ! তাঁর কাঁধেই তো দাঁড়িয়ে রয়েছে পরিচালক আশুতোষ গোয়ারিকরের নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র ভাগ্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী বলে ফেললেন হৃত্বিক রোশন ! তাঁর কাঁধেই তো দাঁড়িয়ে রয়েছে পরিচালক আশুতোষ গোয়ারিকরের নতুন ছবি ‘মহেঞ্জো দারো’র ভাগ্য ৷ আর সেই নায়কই নাকি দুম করে বলে ফেললেন একথা !
advertisement

হৃত্বিকের মুখে একথা শুনে তো অবাক হয়েছেন অনেকেই ৷ হৃত্বিকের মতো অভিনেতা যে এরকমটি বলবেন, তা আঁচ করতে পারেননি কেউ-ই ৷ তা হৃত্বিক বললেন কী?

‘মহেঞ্জো দারো’ মুক্তি পেতে চলেছে ১২ অগস্ট ৷ এখন এই ছবির প্রোমোশনে ব্যস্ত ছবির পুরো টিম ! তারই মাঝে আলটপকা হৃত্বিক বলে উঠলেন, ‘মহেঞ্জো দারো ব্যাপারটা আমার জানা নেই !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হৃত্বিক বললেন আরও, ‘মহেঞ্জো দারো নিয়ে আমি কোনও কিছুই পড়িনি ৷ আমার দরকারও পড়েনি ৷ আমি চোখ বুজে আশুতোষের ওপর নির্ভর করেছি ৷ আমার কাছে আশুতোষই টেক্সট বুক !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘মহেঞ্জো দারো’ পড়া হয়নি : হৃত্বিক রোশন