TRENDING:

‘দিল চিজ কিয়া হ্যায়’তে অন্য এক আশাকে খুঁজে পেয়েছিলেন খৈয়াম

Last Updated:

দিল চিজ কিয়া হ্যায় আপ মেরি জান লিজিয়ে’ ‘উমরাও জান’ ছবির এই গানটি রীতিমতো আশা ভোঁশলের জীবনকে অন্য স্রোতে নিয়ে গিয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘দিল চিজ কিয়া হ্যায় আপ মেরি জান লিজিয়ে’ ‘উমরাও জান’ ছবির এই গানটি রীতিমতো আশা ভোঁশলের জীবনকে অন্য স্রোতে নিয়ে গিয়েছিল ৷ এই গানের হাত ধরেই জাতীয় পুরস্কার এসেছিল আশা ভোঁশলের হাতে ৷ তারপর থেকেই যেন আশার পরিচয় বদলে যায় ৷ বলিউড গুঞ্জনে জানা যায়, খৈয়াম নাকি আশা ভোঁশলেকে মহারানি হিসেবে ডাকতেন ৷ অন্যদিকে, লতাকে বলতেন পটরানি ৷ শোনা যায়, আশাকে বার বার নাকি খৈয়াম বলতেন, তুমি যে গানের জন্য জন্মেছো তা এখনও গাওয়া হয়নি তোমার ৷
advertisement

উমরাও উজানের গান রেকর্ডিংয়ের সময়ই নাকি বার বার আশাকে খৈয়াম বলেছিলেন, এবার তোমার নতুন জন্ম হল ৷ ততদিন আশা বলিউডে পরিচিত হয়েছিলেন নানা রকম ক্যাবেরে, পপ, কিংবা রোমান্টিক গান ৷ উমরাও জানের হাত ধরেই আশা ঢুকলেন গানের নতুন ঘরানায় ৷ এমনকী, খৈয়ামের সুরেই প্রথম ক্যাবেরে গানটি গেয়েছিলেন আশা ৷ তবে উমরাও জানের গান গুলিতে আশা পান নতুন রূপ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

শোনা যায়, উমারও জানের গান গাওয়ার সময় নাকি গানের স্কেল নিয়ে খৈয়ামের সঙ্গে অল্প বিস্তর কথা কাটাকাটিও হয়েছিল ৷ তখনই নাকি আশাকে খৈয়াম বলেছিলেন, এই গান তোমাকে নতুন পরিচয় দেবে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘দিল চিজ কিয়া হ্যায়’তে অন্য এক আশাকে খুঁজে পেয়েছিলেন খৈয়াম