উমরাও উজানের গান রেকর্ডিংয়ের সময়ই নাকি বার বার আশাকে খৈয়াম বলেছিলেন, এবার তোমার নতুন জন্ম হল ৷ ততদিন আশা বলিউডে পরিচিত হয়েছিলেন নানা রকম ক্যাবেরে, পপ, কিংবা রোমান্টিক গান ৷ উমরাও জানের হাত ধরেই আশা ঢুকলেন গানের নতুন ঘরানায় ৷ এমনকী, খৈয়ামের সুরেই প্রথম ক্যাবেরে গানটি গেয়েছিলেন আশা ৷ তবে উমরাও জানের গান গুলিতে আশা পান নতুন রূপ ৷
advertisement
শোনা যায়, উমারও জানের গান গাওয়ার সময় নাকি গানের স্কেল নিয়ে খৈয়ামের সঙ্গে অল্প বিস্তর কথা কাটাকাটিও হয়েছিল ৷ তখনই নাকি আশাকে খৈয়াম বলেছিলেন, এই গান তোমাকে নতুন পরিচয় দেবে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2019 9:28 AM IST