গত রবিবার কোকো আত্মহত্যার চেষ্টা করেন। তার পর হাসপাতালে ভর্তি করানো হয় কোকোকে। চিকিৎসকরা ঘোষণা করেন, তিনি কোমায় চলে গিয়েছেন। গতকাল, বুধবার, সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়িকা।
আরও পড়ুন: ডাস্টার ছুড়ে চতুর্থ শ্রেণির ছাত্রের নাক ফাটালেন শিক্ষক! উত্তাল উত্তরপাড়া স্কুল
ব্রিটিশ শাসিত হংকং-এ এশিয়ান পপ গায়িকার জন্ম। তবে ছোটবেলাতেই পরিবারের সঙ্গে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলে গিয়েছিলেন। সেখানেই বড় হওয়া। ৯০-এর দশকে গান গেয়ে প্রবল জনপ্রিয় হয়েছিলেন কোকো। ইংরেজি এবং ম্যান্ডারিন ভাষায় গান লিখে খ্যাতি অর্জন করেছিলেন গায়িকা।
advertisement
আরও পড়ুন: বন্দে ভারত ট্রেনের ভাড়ায় আঁতকে উঠছেন? দাম কমাচ্ছে রেল! স্বস্তি যাত্রীদের, জানুন
কোকোর বোনেরা সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, তা থেকে জানা যায়, ২০২৩ সালে কোকোর গানের কেরিয়ার ৩০ বছরে পা রেখেছে। সেই বছরেই সকলকে বিদায় জানালেন ৪৮ বছরের গায়িকা। শোকে পাথর ভক্তরা।
If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)