রুদ্ধশ্বাস এই ওয়েব সিরিজে দেখা যাবে ‘মন ফাগুন’-খ্যাত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পাশাপাশি এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য সেন এবং সুব্রত দত্ত। এই ওয়েব সিরিজের ট্রেলার দেখা যাচ্ছে, ভাইজাগে মধুচন্দ্রিমায় গিয়েছেন ঈশান এবং রঞ্জিনি, যেখানে পাহাড় আর সমুদ্র একসঙ্গে মিশেছে। আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেন হারিয়ে যায় নবদম্পতি। কিন্তু আচমকাই তাল কাটে।
advertisement
ঈশানের সঙ্গে গাড়িতে যেতে যেতে যেন দিবাস্বপ্ন দেখে আতঙ্কে আর্তনাদ করে ওঠে রঞ্জিনি। আসলে তাঁর মনে হতে থাকে, লম্বা-ছিপছিপে চেহারার কেউ তাঁকে ধাওয়া করছে। এর সঙ্গেই যোগ রয়েছে রঞ্জিনির অতীতের। যা সে কখনওই বলতে পারেনি তাঁর স্বামীকে। এদিকে আবার রঞ্জিনির সামনে ধীরে ধীরে খুলে যেতে থাকে ঈশানের মুখোশ। মনে হয়, ঈশান অত্যন্ত প্রতিশোধ পরায়ণ এক যুবক।
স্ত্রী-কে কেউ গোলাপ পাঠানোয় মাথার ঠিক রাখতে পারে না সে। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে বাড়তে থাকে সন্দেহ। এরই মধ্যে আচমকাই বন্দুক হাতে গুলি চালাতে দেখা যায় ঈশানকে। লুটিয়ে পড়ে রঞ্জিনি। এর পর রুদ্ধশ্বাস অ্যাকশনের দৃশ্য। কারও নির্দেশে আত্মসমর্পণ করে ঈশান। রক্তাক্ত হয় সমুদ্রের জল। এত রহস্যের জট একে একে খুলবে আগামী ১৯ মে। স্ট্রিমিং হবে ওই রুদ্ধশ্বাস থ্রিলারের।
শন, ঐশ্বর্য এবং সুব্রত দত্ত ছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে অদৃজা ঘোষ (শিশুশিল্পী), অনু চট্টোপাধ্যায়, সুমি চক্রবর্তী, তরুণ চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীদের। থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও ডায়লগ লিখেছেন সৌমিত দেব। এর সঙ্গে সিনেম্যাটোগ্রাফি, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মধূসুদন শি-আকাশ শেঠি, কৌস্তভ সরকার, প্রাঞ্জল-শমীক।