TRENDING:

বিয়ে তো হয়েছে, বাচ্চা কবে? সরাসরি প্রিয়াঙ্কার সামনে রাখা হল প্রশ্ন

Last Updated:

এর আগে প্রিন্স হ্যারি ও মেগান মর্কলের সঙ্গে ওফরার সাক্ষাৎকার নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ এরপর তাঁর শোয়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ ২০ মার্চ দেখানো হবে সেই সাক্ষাৎকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে ছিল স্বপ্নের মতো৷ দেশি গার্লের বিদেশী বর নিয়ে মতামাতি হয়েছে অনেকটাই৷ বিয়ের কয়েক বছর হতে না হতেই এবার প্রিয়াঙ্কার পরিবর্তী পদক্ষেপের কথা জানতে চাইছেন সকলে৷ তবে কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনের কথাই এখানে বলা হচ্ছে৷ তিনি কবে মা হচ্ছেন? এখন এই প্রশ্নই উঠে আসছে প্রিয়াঙ্কার সামনে৷ এবং এই প্রশ্ন করলেন বিশ্বখ্যাত সঞ্চালক ওপরা উইনফ্রে৷ ওপরার নতুন টক শো সুপার সোলে এবার অতিথি হিসেবে দেখা মিলবে প্রিয়াঙ্কার৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছে যে কবে তিনি মা হতে চলেছেন! আপাতত দেখা মিলেছে অনুষ্ঠানের ঝলক৷ সেখানে ছোট ছোট প্রশ্ন উঠে এসেছে ৷ পুর্নাঙ্গ সাক্ষাৎকার দেখা যাবে ২০ মার্চ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার আত্মজীবনী আনফিনিশড৷ তাই নিয়ে প্রচারে ব্যস্ত ছিলেন পিগি চপস৷ এবার নিকের অ্যালবাম স্পেসম্যান মুক্তি পেয়েছে৷ এখন প্রিয়াঙ্কাও ব্যস্ত স্বামীর এই অ্যালবামের প্রচারে৷ তারই মধ্যে শোনা যাবে সন্তান নিয়ে তাঁর ও নিকের পরিকল্পনার কথা৷
advertisement

এর আগে ওপরা উইনফ্রের সঙ্গে প্রিন্স হ্যারি ও মেগান মর্কেলের সাক্ষাৎকার নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ ব্রিটেনের রাজবাড়ি সম্পর্কে মুখ খুলেছেন মেগান৷ রাজবাড়ির বেশ কিছু কুসংস্কার ও প্রাচীন মনোভাবে উঠে এসেছে ডায়না পুত্র ও তাঁর স্ত্রীর কথায়৷ সেই নিয়ে জোরদার চর্চা চলেছে৷  ওপরা পরবর্তী অতিথি তালিকায় থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

এর আগে আরও এক বলিউড অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছিল ভারতীয় সংস্কারের কথা৷ তিনি হলেন ঐশ্বর্য রাই৷ তখনও তিনি বচ্চন ঘরনি হননি৷ নিজের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন ওপরার সঙ্গে৷ এমনকী শোয়ে তিনি শাড়ি পরা দেখিয়েছিলেন৷ পরে আবার ওপরার একটি শোয়ে স্বামী অভিষেকের সঙ্গে তিনি হাজির হন৷ ঐশ্বর্য এবং অভিষেককেও পড়তে হয়েছিল ওপরার চোখা চোখা প্রশ্নের মুথে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ে তো হয়েছে, বাচ্চা কবে? সরাসরি প্রিয়াঙ্কার সামনে রাখা হল প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল