TRENDING:

‘‌মনে হচ্ছে সারারাত জাগতে হবে!’‌‌ লাস ভেগাসে রাত জাগছেন প্রিয়াঙ্কা

Last Updated:

আসলে এবারের ভোটে ফল প্রকাশে অনেকটা দেরি হবে, এমনটাই মনে করা হয়েছিল। বাস্তবে হয়েছেও তেমনটা। বিপুল সংখ্যায় মেল ভোটিং বা প্রি ভোটিং হওয়ায় সেগুলি গুণতে অনেকটা বেশি সময় লাগছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারা পৃথিবীর নজর রয়েছে আমেরিকার দিকে। পৃথিবীর শক্তিশালীতম দেশের মসনদে কে বসবেন, তা নিয়ে এখন তোলপাড় অবস্থা। সব মহল থেকেই মানু্ষের একটাই প্রশ্ন, মার্কিন মুলুকে কে হচ্ছেন নতুন প্রেসিডেন্ট?‌ সেই এক প্রশ্ন নিয়েই পরিবারের সঙ্গে টিভিতে চোখ রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লাস ভেগাসে তাঁর একটি বাড়ি রয়েছে। সেখানে পরিবারের সঙ্গে বসে ভোটের ফল দেখছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রাম স্টোরিতে সে কথা জানালেন তিনি।
advertisement

আসলে এবারের ভোটে ফল প্রকাশে অনেকটা দেরি হবে, এমনটাই মনে করা হয়েছিল। বাস্তবে হয়েছেও তেমনটা। বিপুল সংখ্যায় মেল ভোটিং বা প্রি ভোটিং হওয়ায় সেগুলি গুণতে অনেকটা বেশি সময় লাগছে। সেই কারণে দিন গড়িয়ে রাত হয়েছে। সিএনএন–এর বিশ্লেষকরা জানিয়েছেন, হতে পারে পূর্ণ ফল আসতে আসতে তিনদিন সময় লেগে গেল। সেই কথাটাই বুঝতে পেরেছেন প্রিয়াঙ্কাও। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‌২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা চলছেই। নির্বাচনের ফল লাস ভেগাসে নিজের পরিবারের সঙ্গে বসে দেখছি। এখনও অনেক ভোট গোনা হচ্ছে, মনে হচ্ছে সারা রাত জাগতে হবে।’‌

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ঘোষণা করেছেন তাঁর নতুন হলিউড সিনেমার কথা। ২০১৬ সালে তৈরি জার্মান ছবি এসএমএস ফার ডিচ–এর রিমেক হিসাবে তৈরি হয়েছে ইংরাজি ছবি টেক্সট ফর ইউ। সেখানেই অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সেলিনা ডিওন ও স্যাম হিউগ্যান রয়েছেন এই ছবিতে। এছাড়া, নেটফ্লিক্সের জন্য তিনি কাজ করছেন দ্যা হোয়াইট টাইগার ছবিতেও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‌মনে হচ্ছে সারারাত জাগতে হবে!’‌‌ লাস ভেগাসে রাত জাগছেন প্রিয়াঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল