আসলে এবারের ভোটে ফল প্রকাশে অনেকটা দেরি হবে, এমনটাই মনে করা হয়েছিল। বাস্তবে হয়েছেও তেমনটা। বিপুল সংখ্যায় মেল ভোটিং বা প্রি ভোটিং হওয়ায় সেগুলি গুণতে অনেকটা বেশি সময় লাগছে। সেই কারণে দিন গড়িয়ে রাত হয়েছে। সিএনএন–এর বিশ্লেষকরা জানিয়েছেন, হতে পারে পূর্ণ ফল আসতে আসতে তিনদিন সময় লেগে গেল। সেই কথাটাই বুঝতে পেরেছেন প্রিয়াঙ্কাও। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে অনিশ্চয়তা চলছেই। নির্বাচনের ফল লাস ভেগাসে নিজের পরিবারের সঙ্গে বসে দেখছি। এখনও অনেক ভোট গোনা হচ্ছে, মনে হচ্ছে সারা রাত জাগতে হবে।’
advertisement
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ঘোষণা করেছেন তাঁর নতুন হলিউড সিনেমার কথা। ২০১৬ সালে তৈরি জার্মান ছবি এসএমএস ফার ডিচ–এর রিমেক হিসাবে তৈরি হয়েছে ইংরাজি ছবি টেক্সট ফর ইউ। সেখানেই অভিনয় করবেন প্রিয়াঙ্কা। সেলিনা ডিওন ও স্যাম হিউগ্যান রয়েছেন এই ছবিতে। এছাড়া, নেটফ্লিক্সের জন্য তিনি কাজ করছেন দ্যা হোয়াইট টাইগার ছবিতেও।