TRENDING:

মদ্যপ অবস্থায় মাতলামি করার জন্য কেড়ে নেওয়া হল বিশ্বসুন্দরীর খেতাব

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পেরু: ২০১৯-এর দক্ষিণ আমেরিকার বিশ্বসুন্দরী অ্যানিলা গ্রাদোসের কাছ থেকে কেড়ে নেওয়া হল তাঁর বর্তমান খেতাব। 'মিস পেরু ২০১৯' খেতাব কেড়ে নেওয়া হল তাঁর থেকে। তিনি পারবেন না 'মিস ইউনির্ভাস' প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। কিন্তু কী কার‍্যে তাঁর সঙ্গে করা হল এমন? কারণ শুনলে আপনি অবাক হাবেন। খবরে প্রকাশ, ইন্টারনেটে মদ্যপ অবস্থায় তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়ার ফলেই রানী হারালেন তাঁর মুকুট।
advertisement

তাঁর একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাতে অ্যানিলাকে মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে। খবরটি ভাইরাল হওয়ার পরেই শালীনতার সীমা লঙ্ঘনের জন্য কেড়ে নেওয়া হয় 'মিস পেরু' খেতাবটি। তাঁর এই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিস পেরু ২০১৮ (টিনএজ) এর তৃতীয় স্থানাধিকারী ক্যামিলা কানিকোবা।---

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মদ্যপ অবস্থায় মাতলামি করার জন্য কেড়ে নেওয়া হল বিশ্বসুন্দরীর খেতাব