তামাম ভারতের দর্শক হয়ত তাঁকে একাধিক ভিলেনের চরিত্রেই বেশি চেনেন। কিন্তু এই সংকটের সময়ে তিনি যা করেছেন, তা তাঁকে হিরোর মর্যাদাই দেবে। তিনি ১০টি আলাদা বাস আয়োজন করেছেন মুম্বইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য। তিনি বলেছেন, ‘আমি মনে করি যখন সারা পৃথিবী এক ভয়ঙ্কর লড়াই লড়ছে, তখন ভারতীয়দের উচিত তাঁদের পরিবার, পরিজনদের সঙ্গে থাকা। আমি মহারাষ্ট্র সরকারের থেকে লিখিত অনুমতি নিয়েছি। মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের সাহায্য পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। মহারাষ্ট্র সরকার আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছেন। আমি যখন দেখেছিলাম, রাস্তা দিয়ে পরিযায়ী শ্রমিকেরা সন্তানকে সঙ্গে নিয়ে হেঁটে চলেছেন, তখন আমার ভিতরে একটা নাড়া পড়ে গিয়েছিল। আমি আমার ক্ষমতা মতো অন্য রাজ্যগুলির জন্যও সমানভাবে কাজ করার চেষ্টা করব। কারণ ওঁদের জন্য আমার মন কাঁদে।’
advertisement
